ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় দুই মণ গাঁজা উদ্ধার, আটক ২
Published : Thursday, 10 February, 2022 at 12:00 AM, Update: 10.02.2022 12:57:07 AM
কুমিল্লায় দুই মণ গাঁজা উদ্ধার, আটক ২নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় দুইমণ (৮০ কেজি) গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। ৯ ফেব্রুয়ারি কুমিল্লা সদর উপজেলার বিবিরি বাজার-গাজিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে কুমিল্লা সদর উপজেলার গাজীপুর (বিবির বাজার)গ্রামের মৃত কাজী মাসুম জিলানীর ছেলে কাজী শাহিন(২৪) এবং একই গ্রামের আবুল খায়ের খন্দকারের ছেলে মোঃ রায়হান খন্দকার রনি(২৬)।
তারাদীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ পরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্ষিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।