Published : Friday, 11 February, 2022 at 12:00 AM, Update: 11.02.2022 12:47:37 AM
স্টাফ
রিপোর্টার।। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী কোকিল কণ্ঠী গায়িকা লতা
মঙ্গেশকরের সম্মানে কুমিল্লায় অনুষ্ঠিত হলো মনমুগ্ধকর এক সঙ্গীত সন্ধ্যা।
লতাজীর গানে গানে সদ্যপ্রয়াত এ শিল্পীর প্রতি জানানো হয় শ্রদ্ধা। স্রোতার
আসরের আয়োজনে একে একে গান গাইলেন কুমিল্লার বিশিষ্ট শিল্পী দীপা সিনহা,
শিউলি রায়, নিলীমা দত্ত ও প্রিয়াঙ্কা বশির।
১০ ফেব্রুয়ারি কুমিল্লার
ধর্ম সাগরপাড়ের উত্তর পাড়স্থ নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের মিলনায়াতনে এই
সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপমহাদেশের সুর সম্রাঙ্গী লতা মঙ্গেশকরের
স্মরণে সম্মানে আয়োজিত এ সঙ্গীত সন্ধ্যার শুরুতে স্বাগত জানান প্রাক্তন
জেলা কালচারাল অফিসার বশিরুল আনোয়ার। বক্তব্য রাখেন কুমিল্লা অজিতগুহ
কলেজের প্রাক্তন অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক। শুভেচ্ছা জানান কুমিল্লা
ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো: সেলিম, সোনার বাংলা কলেজের
অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যাপিকা জোবায়দা
নুর, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ ও কবি নজরুল ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত
কর্মকর্তা মোঃ আলামিন। পরে শিল্পীরা একে একে লতাজীর গান গেয়ে তার প্রতি
সম্মান জানান। মুগ্ধকর এ সঙ্গীত সন্ধ্যায় কুমিল্লার বিশিষ্টজনরা দর্শক
হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তপন সেন গুপ্ত।
অনুষ্ঠানের
শুরুতে লতা মঙ্গেশকরের জীবনী পাঠ করেন অধ্যাপিকা সুলতানা পারভিন দীপালী।
প্রয়াত শিল্পীর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে লতা মঙ্গেশকরের মোট ১৫টি কালজয়ী সংগীত পরিবেশন করা হয়। যন্ত্র সংগীতে ছিলেন আবুল কালাম, সুমন রায় ও হরি ভোষন।
এর
আগে শ্রোতার আসর কুমিল্লার সভাপতি অধ্যক্ষ হাসান ইমাম ফটিক এর নেতৃত্বে
প্রয়াত শিল্পী লতা মঙ্গেশকরের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
সামগ্রীক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যুৎ সরকার।