
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ছোট ভাইকে খুন করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। নিহতের নাম হাফেজ আহম্মেদ। আর বড় ভাইয়ের নাম আব্দুল মালেক।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শ্রীপুর ইউনিয়নে পাইকোটা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, হাফেজ আহম্মেদের সৎ ভাই আব্দুল মালেক। জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে সকাল ১০টার দিকে স্থানীয় একটি চা দোকানে মালেক ও হাফেজের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দোকানের কাজে ব্যবহৃত ছুরি দিয়ে হাফেজের মুখে, পেটে ও পিঠে আঘাত করেন মালেক। এতে ঘটনাস্থলেই ছোট ভাই হাফেজ আহম্মেদের মৃত্যু হয়।
ইউপি সদস্য মো. আলী হয়দার জানান, ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ঘাতক আব্দুল মালেক উশৃঙ্খল স্বভাবের। এলাকার কেউ তাকে পছন্দ করে না। এলাকার কাউকে তিনি পরোয়াও করে না। এর আগেও তিনি এলাকায় অনেক খারাপ কাজ করেছেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ঘটনাটি প্রকাশ্যে দিবালোকে হয়েছে। বড় ভাই আব্দুল মালেক তার ছোট ভাই হাফেজ আহম্মেদকে একাধিকবার ছুরিকাঘাত করেই পালিয়েছে। আমরা তাকে খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে।