ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
খালাস পেলেন বোন হত্যায় দণ্ডিত পাকিস্তানি
Published : Tuesday, 15 February, 2022 at 2:37 PM
খালাস পেলেন বোন হত্যায় দণ্ডিত পাকিস্তানিপাকিস্তানের সোস্যাল মিডিয়ার তারকা কান্দিল বেলুচ হত্যা মামলা থেকে খালাস পেয়েছেন তার ভাই মোহাম্মদ ওয়াসিম। সোমবার পাকিস্তানের একটি আপিল আদালত তাকে খালাস দেয়। ২০১৬ সালের এই হত্যাকাণ্ড পাকিস্তানে ব্যাপক সাড়া ফেলে।পাকিস্তানের সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি ও মডেল কান্দিল বালুচের মরদেহ ২০১৬ সালের ১৬ জুলাই মুলতানের মুজাফফরবাদে গ্রিন টাউন এলাকার নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় তার ভাইকে গ্রেফতার করে পুলিশ। পরে এক সংবাদ সম্মেলনে ওয়াসিম স্বীকার করেন বোনের সোস্যাল মিডিয়ার কর্মকাণ্ডে বিরক্ত হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেছেন তিনি। পরে আদালতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাকে। এই রায়ের বিরুদ্ধে ২০১৯ সালে আপিল করেন মোহাম্মদ ওয়াসিম।ওয়াসিমের আইনজীবী সরদার মেহবুব একটি বার্তা সংস্থাকে বলেছেন, তাকে সম্পূর্ণ খালাস দিয়েছে মুলতানের একটি আদালত। তবে এর বেশি কিছু জানাননি তিনি। আদালতের আদেশও প্রকাশ করা হয়নি। তবে সরকারি এক প্রসিকিউটর খালাসের বিষয়টি নিশ্চিত করেছেন।আইনজীবী সরদার মেহবুব জানান, ওয়াসিমের মা আদালতে তাকে ক্ষমা করে দেওয়ার বিবৃতি উপস্থাপন করেন। তবে আদালত খালাস দেওয়ার ক্ষেত্রে ওই বিবৃতি আমলে নিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। উল্লেখ্য, সামাজিক মাধ্যমের পরিচিত মুখ কান্দিল বালুচ হত্যার ঘটনায় এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে পাকিস্তান। কান্দিলের পরিবারকে তার পুত্রকে ক্ষমা করে দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করে কর্তৃপক্ষ।কান্দিল ছিলেন পাকিস্তানের পুরুষতান্ত্রিক সংস্কৃতির একজন কট্টর সমালোচক। তিনি অধিকার আদায় ও লক্ষ্য অর্জনের জন্য সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার ডাক দিতেন নারীসমাজের প্রতি।নিজেকে নারীশক্তির উদীয়মান অগ্রদূত হিসেবেও দাবি করতেন কান্দিল।