পড়াশোনার যে কোনো বয়স নেই, তা আবারও প্রমাণ করলেন কাশ্মীরের ৮০ বছর বয়সি এক নারী।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা সৈয়দ স্লিত শাহ নামে এক কাশ্মীরি যুবকের ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে গেছে। খবর এনডিটিভির।
ভিডিওটি ওই যুবক কেবল টুইটারে আপ করলেও পরে তা হোয়াটসআপ এবং ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমের অন্য প্লাটফর্মগুলোতেও কে বা কারা আপ করে দেন।
ভাইরাল হওয়া ৩৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কাশ্মীরি ঐতিহ্যবাহী পোশাক পরা ওই বৃদ্ধাকে বিভিন্ন সবজি ও প্রাণির নাম ইংরেজিতে কী হবে জানতে চাইলে সঙ্গে সঙ্গে সঠিক উত্তর দিয়ে দিচ্ছেন তিনি।
অনেকে বৃদ্ধাকে শ্রদ্ধা জানিয়ে ভিডিওর পোস্টের নিচে কমেন্ট করেছেন।