বাংলাদেশ দলে আবার ফিরলেন রাজিন সালেহ। তবে অন্য ভূমিকায়। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য তাকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
বিসিবির এই পরিচালক বলেছেন, ‘আমরা রাজিন সালেহকে আফগানিস্তান সিরিজের জন্য ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। প্রাইম ব্যাংকের সঙ্গে তার চুক্তি থাকায়, আপাতত আফগানিস্তানের বিপক্ষেই তিনি ফিল্ডিং কোচের দায়িত্বে থাকবেন।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর ফিল্ডিং কোচ রায়ান কুককে ছাঁটাই করে বিসিবি। তার জায়গায় এতদিন ছিলেন মিজানুর রহমান বাবুল। পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজে তিনি দায়িত্বে ছিলেন।
রাজিন খেলোয়াড়ি জীবনের ইতি টানেন ২০১৮ সালের শেষে। এরপর বিভিন্ন ক্লাবের হয়ে কোচিং শুরু করেন। চলতি বিপিএলে খুলনা টাইগার্সের ফিল্ডিং কোচ হিসেবে আছেন। এবার নতুন করে দায়িত্ব দেওয়া হলো সাবেক অধিনায়ককে।
নতুন দায়িত্ব পাওয়া রাজিন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাকে ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে বলেছে। এটা অবশ্যই ভালো লাগার মতো। অভিষেক টেস্টে ফিল্ডার হিসেবে আমি জনপ্রিয় হয়েছিলাম। দ্বাদশ খেলোয়াড় হিসেবে শচীন টেন্ডুলকার ও মুরালি কার্তিকের ক্যাচ ধরেছিলাম। ওভাবে শুরু হয়েছিল আমার।’
সঙ্গে যোগ করেছেন, ‘প্রতিটা মানুষের ভালো লাগার জায়গা থাকে। ফিল্ডিং নিয়ে আমার গর্ব করার মতো জায়গা ছিল। আমার স্বপ্ন ছিল যখন আমি কোচিং স্টাফে যাবো, ব্যাটিং কোচ হিসেবে থাকবো। তবে যদি কখনও বাংলাদেশ দলে যাই, ফিল্ডিং কোচ হিসেবে যেন যেতে পারি।’
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পয়মন্ত ভেন্যুতে তিন ম্যাচ যথাক্রমে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। চট্টগ্রাম থেকে দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে ঢাকায়। ৩ ও ৫ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে দুটি টি-টোয়েন্টি।