Published : Wednesday, 16 February, 2022 at 12:00 AM, Update: 16.02.2022 1:34:50 AM

আবুল কালাম আজাদ।
মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আলহাজ্ব মোঃ মহিন উদ্দিন চৌধুরী গতকাল মঙ্গলবার দ্বিতীয় বারের মতো শপথ গ্রহন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের কাছ থেকে।
শপথ গ্রহন শেষে চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মহিন উদ্দিন চৌধুরী বলেন আলহামদুলিল্লাহ, আজকের এ দিনে আমি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সে সাথে মনোহরগঞ্জ উপজেলা ও লক্ষণপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
ইনশাআল্লাহ, আমি আশা প্রকাশ করছি অতিতের ন্যায় আগামী ৫ বছরও যেন জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে এবং আমার প্রিয় নেতা মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক লক্ষণপুর ইউনিয়ন বাসীর সেবা ও উন্নয়ন অব্যাহত রাখতে পারি।পরিশেষে তিনি বলেন,আমি অতীতের ন্যায় বর্তমানেও কিছু ষড়যন্ত্রের শিকার হচ্ছি,সকলের দোয়া ও সহযোগিতায় অতীতের মত সকল ষড়যন্ত্রে বিজয় হবেন বলেও জানান।