ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে প্রাণি সম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
Published : Thursday, 17 February, 2022 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম  ||
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাণি সম্পদ বিভাগের উদ্যোগে গতকাল প্রদর্শনী ও পুরস্কার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলা প্রাঙ্গনে বেলুন ও কবুতর উড়িয়ে প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তমালিকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসী আকতার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রদর্শনীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসী আকতার যোগদানের ৬ দিনের মধ্যে উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ৪০টি স্টলের সুন্দর একটি প্রদর্শনীর আয়োজন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রাণি সম্পদ বিভাগের সাথে জড়িত উপস্থিত নারী ও পুরুষগণ।