আত্মহত্যা ঠেকাতে ফেইসবুকের সঙ্গে কাজ করতে চায় সিআইডি
Published : Thursday, 17 February, 2022 at 12:00 AM
লাইভে
এসে আত্মহত্যার ঘটনার প্রেক্ষাপটে এই প্রবণতা ঠেকাতে ফেইসবুক কর্তৃপক্ষের
সঙ্গে কাজ করতে চাইছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। সিআইডি
কার্যালয়ে বুধবার ‘আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক এ আলোচনা
সভায় সম্প্রতি ব্যবসায়ী আবু মহসিন খানের ফেইসবুক লাইভে এসে আত্মহত্যার
ঘটনাটি তুলে এই তথ্য জানান সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান।
গত ২ ফেব্রুয়ারি নিজের ঘর থেকে ফেইসবুক লাইভে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেন চিত্রনায়ক রিয়াজের শ্বশুর মহসিন।
নায়ক রিয়াজের শ্বশুর মহসিনের আত্মহত্যার এই ঘটনা সিআইডি পূঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে বলে বুধবারের আলোচনা সভায় জানান মাহবুব।
নিজেকে
প্রশ্ন রেখে তিনি বলেন, “আবু মহসীন খান ফেইসবুক লাইভে ১৬ মিনিটের বেশি
ছিলেন, কিন্তু সিআইডি জানতে পারল না! সিআইডির সাইবার পুলিশ অফিসারদের নিয়ে
আমি বসলাম৷ আমার দায়িত্ব কি নেই? আমি কি পারতাম না এটি প্রতিরোধ করতে? এ
বিষয়ে কেউ আমাকে দোষারোপ করেনি। আমি নিজে নিজেকেই দোষারোপ করেছি।”
“এরপর
বিষয়টি নিয়ে ফেইসবুকের সিঙ্গাপুর অফিসে জানতে চাইলাম। ফেইসবুক আমাদেরকে
জানাল, লাইভের প্রথমে মহসিনের কথা স্বাভাবিক ছিল, তিনি আত্মহত্যা করবেন
এমনটা তাদের মনে হয়নি। লাইভের শেষের আড়াই মিনিট আগে ফেইসবুক বুঝতে পারে
তিনি আত্মহত্যা করবেন।”
এই ধরনের আত্মহত্যা রোধে সিআইডিকে নিয়ে কাজ করার
জন্য ফেইসবুককে অনুরোধ জানানো হয়েছে বলে জানান সিআইডি প্রধান। তবে এ বিষয়ে
বিস্তারিত কিছু তিনি বলেননি।
মহসিন যখন লাইভ শুরু করেছিলেন, তখন কারা কারা লাইভ দেখছিলেন, তাদের শনাক্ত করার চেষ্টা সিআইডির সাইবার ইউনিট করছে।
“তবে এই ট্র্যাকিং করার উদ্দেশ্য কাউকে দোষারোপ করা নয়। তাদেরকে সচেতন করা, আমাদের যেন জানাতে পারে,” বলেন সিআইডি প্রধান।
এই সভায় জানানো হয়, বাংলাদেশে বছরে গড়ে ১০ হাজার মানুষ আত্মহত্যা করে।
সাইকোথেরাপিস্ট
ডা. সানজিদা শাহরিয়া সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদন উদ্ধৃত
করে বলেন, বিশ্বব্যাপী গত ৪৫ বছরে আত্মহত্যার হার ৬০ শতাংশ বেড়েছে।
বিশ্বে
প্রতি এক লাখে ১৬ জন আত্মহত্যা করে জানিয়ে তিনি বলেন, “সাত লাখেরও বেশি
মানুষ প্রতিবছর আত্মহত্যা করে থাকে। যার শতকরা ৭৭ ভাগ নিম্ন এবং মধ্য আয়ের
দেশগুলোতে ঘটে। আর বয়স্ক পুরুষের মধ্যে আত্মহত্যার হার সবচেয়ে বেশি।”
আত্মহত্যার ক্ষেত্রে হতাশা অন্যতম প্রধান কারণ বলে জানান তিনি।
অনুষ্ঠানে
বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ
কেয়ার বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নেজাম উদ্দিন আহমেদ, জাতীয় মানসিক
স্বাস্থ্য হাসপাতালের সহযোগী অধ্যাপক আহসান উদ্দিন আহমেদ, কানাডা প্রবাসী
সমাজকর্মী ইশরাত জাহান বিথী।
আত্মহত্যা রোধে পারিবারিক বন্ধনকে গুরুত্ব
দেওয়ার পরামর্শ দিয়ে নেজাম উদ্দিন বলেন, “আমরা যেন এক অপরের ব্যাপারে খোঁজ
রাখি, ভালো-মন্দ একে অপরকে শেয়ার করি।”
অনেক আত্মহত্যা আছে, যা সময় নিয়ে পরিকল্পনা করে হয় জানিয়ে অধ্যাপক আহসান বলেন, এসব আত্মহত্যা ঠেকানো যায়।
ইশরাত বলেন, “পরিবারের এক সদস্য আরেক সদস্যের খোঁজ রাখেন না। এটা পরিবারের এবং সমাজের জন্য দুঃসংবাদ।”
দেড় হাজার আত্মহত্যা ঠেকিয়েছে ৯৯৯:
আলোচনা
সভায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ দায়িত্বরত পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক
তবারক উল্লাহ জানান, এই হটলাইন চালুর পর গত প্রায় চার বছরে ফোনে সাড়া দিয়ে ১
হাজার ৪৯২টি আত্মহত্যা ঠেকানো সম্ভব হয়েছে।
“পাঁচ শতাধিক জনবল নিয়ে কাজ
করা ৯৯৯ উইংয়ে শুরু থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত ১ হাজার ৪৯২টি
আত্মহত্যা সংক্রান্ত ফোন আসে, যা সঠিক সময়ে ব্যবস্থা নেওয়ায় আত্মহত্যা
ঠেকানো গেছে।”
২০১৭ সালে চালু হওয়া জাতীয় জরুরি সেবার এই হটলাইনে চলতি
বছরের জানুয়ারি পর্যন্ত প্রায় সাড়ে ৩ কোটি ফোন এসেছে। এর মধ্যে ১ কোটি ১৫
লাখ সেবা দেওয়া হয়েছে, যা মোট কলের ৩৩ শতাংশ। এর মধ্যে ৭৮ ভাগ পুলিশি সেবা,
৯ ভাগ ফায়ার সার্ভিস এবং ১১ ভাগ অ্যাম্বুলেন্স সংক্রান্ত সেবা।
“৯৯৯-এ অটো কলার লোকেশন যুক্ত করতে কাজ চলছে। খুব শিগগিরই এর ফল পাওয়া যাবে,” বলেন তবারক।