ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রাণী সম্পদ প্রদর্শনী ও আলোচনা সভায়
করোনা মহামারির মধ্যেও খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ছিলো কুমিল্লা--এমপি বাহার
Published : Thursday, 17 February, 2022 at 12:00 AM, Update: 17.02.2022 1:37:15 AM

করোনা মহামারির মধ্যেও খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ছিলো কুমিল্লা--এমপি বাহারতানভীর দিপু: কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, একটি জ্ঞান নির্ভর মেধাবী জাতি গড়ে তুলতে হলে- একটি শিশুকে শুরু থেকেই দুধ ডিম খাওয়াতে হবে। পুষ্টির কোন বিকল্প নাই। আমাদের দেশর প্রাকৃতিক আবহাওয়াকে রক্ষা করার জন্য আমাদের শ্লোগান ছিলো- গাছ লাগান পরিবেশ বাঁচান, সামাজিক বনায়ন করুন ও বাড়ি বাড়ি গাছ লাগান। এখন থেকে আমরা শ্লোগান দেবো - প্রত্যেকের বাড়িতে মুরগী পালন করুন। এতে পরিবারের পুষ্টি চাহিদা যেমন চাহিদা পূরণ হবে, তেমনি দেশের কাজেও আসবে। গতকাল বুধবার কুমিল্লায় কুমিল্লায় দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন।
তিনি বলেন, গত চার বছর কুমিল্লা শ্রেষ্ঠ জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই কৃতিত্বের দাবিদার আমার কুমিল্লার সকল মানুষ। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই স্বীকৃতি। করোনা মহামারির মধ্যেও কুমিল্লা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ছিলো। আগে আমরা চিন্তা করতাম কোরবানির গরু আসবে কোত্থেকে? ভারত থেকে আসতো কোরবানির পশু। কিন্তু এখন আমরা প্রয়োজনীয় কোরবানির গরু বাংলাদেশেই উৎপাদন করি। এই সক্ষমতাই বাংলাদেশ। এই সক্ষমতাই আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তি। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আমরা গরু বাইরে থেকে আনবো না। আমার দেশের মানুষ খামার করে গরু উৎপাদন করেছেন। আমরা সক্ষমতা দেখিয়েছি।
বুধবার সকালে টাউন হল মাঠে এ প্রদর্শনী  ও আলোচনা সভার আয়োজন করে আদর্শ সদর উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারী হাসপাতাল।  আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ নজরুল ইসলাম, কোতয়ালী মডেল থানার তদন্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর, উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, সংরক্ষিত আসনের ভাইস-চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বকুল।
প্রদর্শনীতে কালো জাতের বেঙ্গল ছাগলের ১০টি, পাখির ১০টি, গরু, গাদা, প্রাণীজ ঔষধের ১০টিসহ ৪৮টি স্টল অংশ নেয়।