ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘নেগেটিভ’ হলেন করোনা আক্রান্ত আফগান ক্রিকেটাররা
Published : Thursday, 17 February, 2022 at 12:16 PM
‘নেগেটিভ’ হলেন করোনা আক্রান্ত আফগান ক্রিকেটাররাবাংলাদেশ সফরে আসা আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের ১২ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। যেখানে ৮ ক্রিকেটার‍, ৩ জন সাপোর্ট স্টাফের সদস্য এবং একজন ক্রিকেটারের স্ত্রী। তবে স্বস্তির খবর ২৪ ঘণ্টার পর তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) সূত্র এমনটাই জানিয়েছে। ‘সবাই নেগেটিভ এসেছে। তারা সবাই সুস্থ আছেন'। 

সিলেটে আফগানদের ক্যাম্পটা চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সেদিন নিজেদের মধ্যেই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। এরপরই পাড়ি জমাবে চট্টগ্রামে। 

পিএসএল শেষ করে আগামী ২০ ফেব্রুয়ারি সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন রশিদ খান ও মোহাম্মদ নবী। আগামী ২৩ ফেব্রুয়ারি সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবেন রশিদ খানরা।

সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে আগামী ২৫ ও ২৮ ফেব্রুয়ারি মাঠে নামবে দুই দল। এরপর বাংলাদেশ ও আফগানিস্তান ফিরবে ঢাকায়। দুই টি-২০র সিরিজটি অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সিরিজের প্রথম টি-২০ হবে ৩ মার্চ। এর একদিন পর সিরিজের শেষ টি-২০ খেলে দেশের উদ্দেশে ঢাকা ছাড়বেন সফরকারীরা।