ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিমানবন্দর সড়কে গাড়ির ধাক্কায় পাঠাও চালকসহ ২ জন নিহত
Published : Thursday, 17 February, 2022 at 2:03 PM
বিমানবন্দর সড়কে গাড়ির ধাক্কায় পাঠাও চালকসহ ২ জন নিহতরাজধানীর বিমানবন্দর সড়কে গাড়ির ধাক্কায় পাঠাও চালকসহ ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৪টা দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাজল আক্তার (৩৫) ও পাঠাও চালক রফিকুল ইসলাম সুমন (৪০)।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মিয়া বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউটগেটের ফুড ওভারব্রিজের নিচে অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই দুজন মারা যান। সংবাদ পেয়ে সেখান থেকে মৃতদেহ দুটি সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘ঘাতক গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে।’

নিহত পাঠাও চালক রফিকুলের ফুপাতো ভাই ফুয়াদ হাসান জানিয়েছেন, পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার জগৎপুর গ্রামে নুরুল ইসলামের ছেলে রফিকুল। বর্তমানে তাঁতিবাজার এলাকায় স্ত্রী ও তিন সন্তান নিয়ে থাকতেন। তিনি একটি আইপি টিভি বের করার চেষ্টা করছিলেন।

পাশাপাশি মোটরসাইকেল রাইড শেয়ারিং (পাঠাও চালক) করতেন। তিনি বলেন, ‘আমরা সকালে পুলিশের মাধ্যমে সংবাদ পেয়েছি।’

এদিকে, কাজল রনি আহামেদ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মা হাসিনা বেগমের সঙ্গে কথা বলে বের হয়েছিলেন। রাতে আর ফেরেননি। সকালে পুলিশের মাধ্যমে দুর্ঘটনার সংবাদ পাই। তিনি রাজধানীর একটি বারে কাজ করতেন।

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রানাপয়সা গ্রামের মৃত আব্দুল বারেকের মেয়ে কাজল। বর্তমানে খিলগাঁও দক্ষিণ গোড়ানে তিন সন্তান নিয়ে মায়ের সঙ্গে থাকতেন। বছর ৫ আগে স্বামী সেলিমের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তার।