ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আবারও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া
Published : Thursday, 17 February, 2022 at 2:22 PM
আবারও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়াইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা আবারও প্রতিহত করেছে সিরিয়া। সিরিয়ার সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই খবর জানিয়েছে। 

সংবাদ মাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, গতকাল রাতে ইহুদিবাদী দেশ ইসরায়েলের সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে অবস্থিত জাকিয়া শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অধিকৃত গোলান মালভূমি হতে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়। তবে, সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়।

গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার ওপর দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সর্বশেষ হামলায় কোনো হতাহত হয়েছে কিনা কিংবা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে সিরিয়ায় বিশৃঙ্খলা শুরু হয়। এরপর থেকে মূলত সন্ত্রাসীদের সমর্থনে ইসরায়েল সিরিয়ার ওপর মাঝেমধ্যেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সূত্র : আরব নিউজ/রয়টার্স