ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গাড়ি-মোটরসাইকেল নয়, টুর্নামেন্ট সেরা পাচ্ছেন ২ হাজার ডলার
Published : Thursday, 17 February, 2022 at 8:14 PM
গাড়ি-মোটরসাইকেল নয়, টুর্নামেন্ট সেরা পাচ্ছেন ২ হাজার ডলার২০১২ সালে বিপিএল মাঠে গড়ানোর পর ব্যাপক আলোড়ন হয়েছিল। দলের নিলাম, খেলোয়াড় নিলাম থেকে শুরু করে উদ্বোধনী অনুষ্ঠান, পুরস্কার; সবকিছুতেই তাক লাগিয়ে দেয় বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই পুরনো জৌলুস যেন হারিয়ে যেতে বসেছে! প্রথম দুই আসরে টুর্নামেন্ট সেরার জন্য গাড়ি পুরস্কার রেখেছিল আয়োজকরা। কিন্তু সময় যত গড়িয়েছে, কমে গেছে পুরস্কারের মান!

মূলত করোনার দোহাই দিয়ে বাজেট কমানোতেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আগের বেশ কিছু আসরের মতো এবারও গাড়ি-মোটরসাইকেল থাকছে না সেরাদের জন্য। এবার টুর্নামেন্ট সেরাকে দেওয়া হচ্ছে মাত্র ২ হাজার ডলার! বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ এক লাখ ৭১ হাজার কিছু বেশি।

বিপিএলের সাত আসরে তিনবার টুর্নামেন্ট সেরা হয়েছেন সাকিব। প্রথম দুই আসরের পর ২০১৭ সালে টুর্নামেন্ট সেরা হিসেবে তিনি পান একটি মোটরসাইকেল। এবার অবশ্য এসবের ধারে কাছে যায়নি কর্তৃপক্ষ।

এছাড়া টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে মিলবে ১ কোটি টাকা। রানার্সআপের জন্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ। সাধারণত ম্যাচসেরার জন্য আগের ম্যাচগুলোতে ৫০০ ডলার অর্থ পুরস্কার থাকলেও ফাইনালের জন্য সেটি করা হয়েছে ১০০০ ডলার।

চলমান আসরে সেরাদের দৌড়ে সবচেয়ে এগিয়ে সাকিব। ১০ ম্যাচে ২৭৭ রান করেছেন। বল হাতেও তার শিকার ১৫ উইকেট। তার কাছাকাছি নেই আর কোনও ক্রিকেটার। অলরাউন্ড পারফরম্যান্স বাদ দিলে ব্যাটিং ও বোলিংয়ে আলাদা আলাদা নজর কেড়েছেন অনেকেই। চট্টগ্রামের উইল জ্যাকস ১১ ম্যাচে ৪১৪ রান করেছেন। খুলনা টাইগার্সের আন্দ্রে ফ্লেচার করেছেন ৪১০ রান। তামিমের ব্যাট থেকে এসেছে ৪০৭। এছাড়া ১৮ উইকেট নিয়ে বোলিংয়ে সবার ওপরে রয়েছেন মোস্তাফিজুর রহমান।  ফলে সবকিছু মিলিয়ে সাকিব অনেকটা এগিয়ে। টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচবার ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।