রোজায় টিসিবির পণ্য পাবে এক কোটি মানুষ: বাণিজ্যমন্ত্রী
Published : Friday, 18 February, 2022 at 12:00 AM
আসছে রোজায় তালিকাভুক্ত এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবির মাধ্যমে খাদ্যসামগ্রী দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই পরিকল্পনার কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, “সরকার দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। পেঁয়াজের দাম কমে এসেছে।
“আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশে কিছু পাণ্যের ওপর এর প্রভাব পড়েছে। বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ট্রাক সেলে বিক্রয় অব্যাহত রেখেছে।”
রোজার মাস উপলক্ষে সরকারের পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, “আসন্ন রমজান মাসে টিসিবির মাধ্যমে দেশের এক কোটি তালিকাভুক্ত মানুষকে সাশ্রয়ীমূল্যে খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছে।”
বিমানবন্দরের যাত্রীদের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে স্থাপিত ‘এয়ার লাউঞ্জ’ এর উদ্বোধন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এ উদ্যোগের কথা জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
দেশের উত্তরাঞ্চল এক সময় অবহেলিত ও দরিদ্র এলাকা হিসেবে পরিচিত ছিল উল্লেখ করে টিপু মুনশি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের ফলে এ এলাকার মানুষের জীবনমানের পরিবর্তন এসেছে।
“ব্যবসা-বাণিজ্যে উন্নতি হচ্ছে। একসময় সৈয়দপুর বিমানবন্দরে কোনো বিমান আসত না, যাত্রী ছিল না। সেখানে এখন বিমানবন্দরে দিনে ১৬টি ফ্লাইট যাতায়াত করছে; এ চাহিদা দিনদিন বাড়ছে।”
দেশের বিমানবন্দরগুলোত স্থাপিত মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের এটি ১৬তম এয়ার লাউঞ্জ।