Published : Friday, 18 February, 2022 at 12:00 AM, Update: 18.02.2022 1:14:18 AM
নিজস্ব
প্রতিবেদক: “বিদেশ যাব বৈধ পথে, চাকরি করবো নিরাপদে”এ শ্লোগানে জেলার
বিভিন্ন উপজেলার হাট-বাজারে প্রচারণা চালিয়েছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি
কাযালয়।
গতকাল বৃহস্পতিবার চান্দিনা ও বরুড়ার বিভিন্ন হাট-বাজারে এ
প্রচারণা চালায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক
দেবব্রত ঘোষ এর নেতৃত্বে একটি দল।
চান্দিনা উপজেলার মধুসাইর, এতবারপুর
বাজার, রামমোহন বাজার বরুড়া উপজেলার রওজাতুল আতফাল ইন্টারন্যাশনাল হিফজ
মাদ্রাসা ও এতিমখানা, ঝলম বাজার, দেওড়া বাজার, বরুড়া পৌরবাজার,
নিশ্চিন্তপুর বাজার, আদমপুর ইরানি বাজার এবং বেলতলী হরিপুর বাজারে উপস্থিত
জনসাধারণের মাঝে মাইকিং-এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং নিরাপদ
অভিবাসন সম্পর্কিত বিভিন্ন ধরনের লিফলেট, হ্যান্ডবিল, পোষ্টার ও মাস্ক
বিতরণ করে।
কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক
দেবব্রত ঘোষ বলেন, গ্রাম অঞ্চল থেকে যত মানুষ বিদেশে কর্মসংস্থান লাভ করে
তাদের অধিকাংশই সঠিক তথ্য জানে না। ফলে অন্যের দ্বারা প্রতারিত হবার ঝুঁকি
বেড়ে যায়। তিনি অভিবাসী কর্মী এবং তাদের পরিবারের অধিকার সুরক্ষা ও কল্যাণ
নিশ্চিতকরণে এ পচারনা চালানো হয়।