ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘গ্রাম হবে শহর’ প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে-এমপি হাসেম খান
Published : Friday, 18 February, 2022 at 12:00 AM, Update: 18.02.2022 1:14:52 AM
‘গ্রাম হবে শহর’ প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়ন হচ্ছে-এমপি হাসেম খান ইসমাইল নয়ন।। "গ্রাম হবে শহর,প্রধানমন্ত্রীর উন্নয়ন" আজ কথাটি বাস্তবায়িত হচ্ছে। আগামী দশ বছরের মধ্যে গ্রামগুলো শহরে রুপান্তরিত হবে। ব্রাহ্মণপাড়ার গ্রাম বাংলা রিসোর্ট এর নমুনা মাত্র। বৃহস্পতিবার সকালে "স্বাদ ও সাধ্যের মধ্যে স্বাস্থ্যকর খাবার,সুস্থ বিনোদন" এই অঙ্গীকার নিয়ে সুবিশাল ও গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ধরে রাখতে
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ "গ্রাম বাংলা রিসোর্ট এন্ড কমিউনিটি সেন্টারের" শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন- খাবারের গুনগত মান ঠিক রেখে রিসোর্ট পরিচালনা করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করে কাজ করতে হবে। ব্যবসায় একটি হালাল রিজিক। হালালভাবে ব্যবসায় করলে সফলতা হওয়া যায়। তাই ব্যবসায়কে সঠিকভাবে পরিচালনা করতে হবে। ভেজালমুক্ত খাবার সরবরাহ করতে হবে। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে রিসোর্টের শুভ উদ্বোধন করেন। সাহেবাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন নান্নুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাহেবাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা সারওয়ার খান, সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, সাহেবাবাদ কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, সাবেক ইউপি সুলতান আহাম্মদ, দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল হোসেন লিকসন, সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও উপজেলা দুদকের সাধারণ সম্পাদক আবু তাহের মাস্টার, ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা,বুড়িচং থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহীন খান মেম্বার, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন মিশন, শরীফুল ইসলাম, মোশাররফ হোসেন আলীফ, আবু কাউছার দীপু, পরিচালকবৃন্দ যথাক্রমে রাশেদুল আলম শাওন, সাইফুল ইসলাম পলাশ, নজরুল ইসলাম, মোর্শেদ আলমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষে রিসোর্টের সাফল্য কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।