ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
খুনি রশিদের চান্দিনার বাড়িটি এখন টিকাদান ক্যাম্প
Published : Friday, 18 February, 2022 at 12:00 AM, Update: 18.02.2022 1:15:14 AM
খুনি রশিদের চান্দিনার বাড়িটি এখন টিকাদান ক্যাম্পরণবীর ঘোষ কিংকর: জাতির জনক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামী খন্দকার আব্দুর রশিদ এর বাড়িটি এখন করোনা টিকা দানের অস্থায়ী ক্যাম্প। সরকারি কাজে ব্যবহারের জন্য ইতিমধ্যে ওই বাড়িটি সংস্কারের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
এখন থেকে সরকারি কাজে ব্যবহৃত হবে কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের খন্দকার আব্দুর রশিদ এর বাজেয়াপ্ত হওয়া ওই বাড়িটি।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার এর নেতৃত্বে  চান্দিনার কেরণখাল ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের ওই পরিত্যক্ত ওই বাড়িটির প্রধান ফটক ও ঘরের দরজার খুলে ভিতরে প্রবেশ করেন উপজেলা প্রশাসন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন ভূইয়া’র সহযোগিতায় ওই বাড়িটির উঠানে গজিয়ে উঠা আগাছ পরিস্কার করে এবং জরাজীর্ণ ঘরের ভিতর পরিস্কার কাজ শুরু হয়।
এর আগে ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর ও ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারী দুই দফায় স্বপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুনীদের স্থাবর-অস্থাবর সকল সম্পদ সরকার বাজেয়াপ্ত করে। সেই সাথে খন্দকার আব্দুর রশিদ এর ৩০ শতাংশের ওই বাড়িটিসহ প্রায় ১৭ একর সম্পত্তি সরকারের খাস খতিয়ানের অর্ন্তভূক্ত হয়। সেই সুবাদে ওই বাড়িটি এখন সরকারি সম্পত্তি। প্রায় এক যুগ যাবৎ ওই বাড়িটিতে জন বিচরণ না থাকায় জঙ্গলে পরিণত হয়। দ্বিতল ভবনের বাড়িটিও জরাজীর্ণ।  
এদিকে, জনগণকে করোনা টিকার আওতায় আনতে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহীতাদের চাপ কমাতে ইউনিয়ন পর্যায়ে একাধিক ক্যাম্প করে টিকা প্রদান করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। কেরণখাল ইউনিয়নে টিকাদান কর্মসূচীসহ সকল প্রকার সরকারি কর্মকান্ডে এখন থেকে ওই বাড়িটি ব্যবহার করা হবে বলে জানান উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার জানান- বাড়িটি কার সেটা দেখার বিষয় না। এখন সরকারি সম্পত্তি। সুতরাং এলাকার মানুষের টিকাদান কর্মসূচী, পরিবার-পরিকল্পনার কার্যক্রম সহ সকল সরকারি সেবা মূলক কাজে ব্যবহার করতে ওই বাড়িটি পরিচ্ছন্ন ও সংস্কার কাজ শুরু করা হয়েছে।