Published : Friday, 18 February, 2022 at 12:00 AM, Update: 18.02.2022 1:15:39 AM
শেষের
পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসর। আজই জানা যাবে কে হচ্ছে
ঘরোয়া টুর্নামেন্টটির এবারের চ্যাম্পিয়ন। তবে মূল লড়াইয়ের আগে নিজেদের
প্রত্যাশার কথা শুনিয়ে রাখলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক ইমরুল
কায়েস। আত্মবিশ্বাসী ইমরুল চোখ রাখছেন শিরোপার দিকেই।
শিরোপা জয়ের
লক্ষ্যে কাল মাঠে নামবে সাত দলের লড়াইয়ে টিকে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ানস ও
ফরচুন বরিশাল। আগামীকাল শুক্রবার মেগাফাইনালে মুখোমুখি হবে টুর্নামেন্টের
সবচেয়ে শক্তিশালী দুদল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে
বিকেল সাড়ে ৫টায়।
কাল বাইশ গজে লড়াইটা সাকিব বনাম ইমরুলেরও। তবুও অভিজ্ঞ
অধিনায়ক সাকিবকে অনুসরণ করে ভালো করতে মুখিয়ে আছেন কুমিল্লার অধিনায়ক
ইমরুল। মূল লড়াইকে সামনে রেখে আজ সাংবাদিকদের সামনে ইমরুল বলেন, ‘সাকিব তো
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব করেছে, ওর অভিজ্ঞতা আরো বেশি। ও মাঠের
ভেতরে অনেক প্রো-অ্যাকটিভ থাকে, আমিও চেষ্টা করছি, যেহেতু এটা আমার বিপিএলে
তৃতীয়বার অধিনায়কত্ব। আমিও চেষ্টা করছি ভালো কিছু করার, দিন দিন উন্নতি
করার। সব দিক থেকে কালকে যে মাঠে ধীরস্থির থাকবে, যারা সাহস নিয়ে খেলতে
পারবে তারাই ভালো করবে।’
নিজেদের প্রত্যাশা নিয়ে ইমরুল বলেন, ‘এর আগে
কুমিল্লা দুবার ফাইনাল খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি কালকের
ম্যাচটাও আমরা একই প্রক্রিয়ায় খেলব। প্রথম কোয়ালিফায়ার হেরে আমরা হতাশায়
ছিলাম, কী করব না করব ভাবছিলাম। কিন্তু গতকালকে (চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের
বিপক্ষে) যেভাবে ফিরে এলাম, তাতে আমাদের আত্মবিশ্বাস অনেক উপরে। রান তাড়া
বলেন বা প্রথমে ব্যাটিং বলেন সবকিছুতে ইতিবাচক আছি। ইনশাআল্লাহ কালকে ভালো
কিছু হবে।’
বিপিএলের অভিজ্ঞ দল কুমিল্লা। দু’বারের চ্যাম্পিয়ন
তারা। বড় ম্যাচের চ্যালেঞ্জ নিতে তাই স্বাভাবিকভাবে পোক্ত তারা। একই সঙ্গে
মঈন আলী, ফাফ ডু প্লেসি নারাইনরা বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি
টুর্নামেন্ট খেলে হাত পাকানো। কুমিল্লার দেশি ক্রিকেটারেরাও ছন্দে আছেন।
তাদের ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বেশ শক্ত দল। সবমিলিয়ে কুমিল্লার বিপক্ষে
কঠিন পরীক্ষাই দিতে হতে পারে সাকিব আল হাসানের বরিশালকে। যদিও দল হিসেবে
পিছিয়ে নেই ফরচুন বরিশালও।