ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিপিএলের শিরোপা কার
কুমিল্লা না বরিশাল ?
Published : Friday, 18 February, 2022 at 12:00 AM, Update: 18.02.2022 1:16:25 AM
বিপিএলের শিরোপা কারকুমিল্লা না বরিশাল ?করোনা মহামারির ধকল আর নানা বিতর্ক নিয়ে গত ২২ জানুয়ারি মাঠে গড়ায় বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুরুর দিকে অনেক সীমাবদ্ধতা থাকলেও সময় গড়াতে সেসব অনেকটা কেটে যায়। প্রথম পর্ব বাদ দিলে রানের ফোয়ারাও দেখা যায় আসরের বাকি অংশে। সবমিলিয়ে শেষ হলো বিপিএলের রবিন লিগ ও প্লে-অফ পর্ব।
এবার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে সাত দলের লড়াইয়ে টিকে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ফরচুন বরিশাল। আগামীকাল শুক্রবার মেগাফাইনালে মুখোমুখি হবে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দুদল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বিকেল সাড়ে ৫টায়। টুর্নামেন্ট শুরুর আগে ফাইনালের সময় দেওয়া হয়েছিল সাড়ে ৬টায়। তবে, সেটা এক ঘণ্টা এগিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিশ্চিতভাবে এবারের বিপিএলের সবচেয়ে তারকাবহুল দুটি দল হলো কুমিল্লা ও বরিশাল। মূলত ভালো মানের বিদেশি ক্রিকেটার এনে টুর্নামেন্টের আকর্ষণ বাড়িয়েছে এ দুদলই। সেইসঙ্গে দেশীয়দের কম্বিনেশনেও সেরা ছিল এ দুটি দল। সে হিসেবে টুর্নামেন্টের সেরা দুটি দলই উঠেছে শিরোপা মঞ্চে।
ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, মুজিবুর রহমান, মঈন আলী, ফাফ ডু প্লেসি, সুনিল নারিনদের মতো ক্রিকেটারেরা বিশ্ব টি-টোয়েন্টি লিগ মাতিয়ে বেড়ান। এ খেলোয়াড়েরাই এবার কুমিল্লা ও বরিশালের হয়ে মাতাবেন ফাইনাল ম্যাচ।
টি-টোয়েন্টি ক্রিকেট মাতিয়ে বেড়ানো ক্রিকেটারদের চার-ছক্কার বৃষ্টি দেখতে মুখিয়ে আছে ক্রিকেট ভক্তরা। টিভি পর্দার পাশাপাশি ফাইনাল ম্যাচ গ্যালারিতে বসেই উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
এবারের বিপিএলে অংশ নিয়েছে মোট সাতটি দল—কুমিল্লা ভিক্টোরিয়ানস, ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ ঢাকা, সিলেট সানরাইজার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। এর মধ্যে শীর্ষ দুদল হিসেবেই ফাইনালে উঠেছে বরিশাল ও কুমিল্লা।
লিগ পর্বে ১০ ম্যাচে সাত জয়ে সবচেয়ে বেশি ১৫ পয়েন্ট নিয়ে প্লে-অফে ওঠে সাকিব আল হাসানের বরিশাল।
অন্যদিকে, সমান ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করে কুমিল্লা। কোয়ালিফায়ার রাউন্ডে প্রথম দেখাতেই কুমিল্লাকে হারিয়ে সরাসরি ফাইনালে উঠে সাকিবের দল। অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে জয় নিয়ে ফাইনালের টিকেট পায় কুমিল্লা। এবারের টুর্নামেন্টের এ দুই সেরা দল লড়বে ফাইনালে।
শিরোপার লড়াইয়ে উঠতে পেরে উচ্ছ্বাসিত কুমিল্লা। কোয়ালিফায়ার রাউন্ডে দলকে জেতানো সুনিল নারাইনের কণ্ঠে শোনা গেল সে উচ্ছ্বাসের কথা, ‘আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জয়। এটিই সবকিছুর ওপরে। এরকম পারফরম্যান্সের দিনে জয়ী হতে পারাটাই আসল ব্যাপার। ফাইনালে উঠতে পারাটা দারুণ একটি ব্যাপার।’
বিপিএলের অভিজ্ঞ দল কুমিল্লা। দু’বারের চ্যাম্পিয়ন তারা। বড় ম্যাচের চ্যালেঞ্জ নিতে তাই স্বাভাবিকভাবে পোক্ত তারা। একই সঙ্গে মঈন আলী, ফাফ ডু প্লেসি নারাইনরা বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে হাত পাকানো। কুমিল্লার দেশি ক্রিকেটারেরাও ছন্দে আছেন। তাদের ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বেশ শক্ত দল।
তবে, ফাইনাল লড়াইয়ে পিছিয়ে নেই বরিশালও। তারকাবহুল দলটির নেতৃত্বে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যিনি এবারের টুর্নামেন্টে টানা পাঁচ ম্যাচেই ম্যাচ সিরিজ হয়ে রেকর্ড গড়েছেন। নেতৃত্ব গুণেও মুগ্ধ করেছেন সবাইকে। সাকিবের সঙ্গে আছে ব্রাভো-মুজিবদের বোলিং কম্বিনেশন। সবমিলিয়ে কুমিল্লার সঙ্গে লড়াইয়ে যে বরিশাল খুব একটা পিছিয়ে থাকবে না সেই আভাসই পাওয়া যাচ্ছে।
তবুও সব ভালো যার, শেষ ভালো তার। শেষ ভালোর অপেক্ষাতেই ফাইনালে যুদ্ধে মাঠে নামবে কুমিল্লা ও বরিশাল। এবার বাইশ গজে সাকিব বনাম ইমরুল কিংবা তাদের কোচ খালেদ মাহমুদ সুজন বনাম মোহাম্মদ সালাউদ্দিনের লড়াই কতটা উত্তাপ ছড়ায় সেটাই দেখার অপেক্ষা ক্রিকেট ভক্তদের।
ফরচুন বরিশাল : সাকিব আল হাসান, মুজিব উর রহমান, ক্রিস গেইল, কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন, ইরফান শুক্কুর, ওবেদ ম্যাককয়।
কুমিল্লা ভিক্টোরিয়ানস : মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেস, মঈন আলী, সুনীল নারাইন, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি ও মেহেদী হাসান।