বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে টানটান উত্তেজনা ম্যাচে ফরচুন বরিশালকে এক রানে হারিয়ে শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যদিও দলটির চেয়ারপার্সন নাফিসা কামাল এবারের বিপিএলে খুব একটা মাঠে আসেননি। সোশ্যাল সাইটেও নিরব ছিলেন। তবে ফাইনালের দিন নাফিসার উচ্ছাস বাঁধ ভাঙল।
গতকাল শুক্রবার রাতে শেষ হওয়া বিপিএলের ৮ম আসরে দল সাজানো নিয়েই বিতর্ক হয়েছিল। মিনিস্টার গ্রুপ ঢাকায় ছিলেন পঞ্চপাণ্ডবের তিনজন- মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল আর মাহমুদুল্লাহ রিয়াদ। বাকি দুই সদস্যের মাঝে মুশফিকুর রহিম ছিলেন খুলনা টাইগার্সের নেতৃত্বে আর সাকিব আল হাসান বরিশালকে নেতৃত্ব দিয়েছেন। কুমিল্লা দলটিও তারকায় ভরপুর হলেও তারা পঞ্চপাণ্ডবের কাউকেই নেয়নি। দল সাজানোর সময় নাফিসা কামাল বলেছিলেন, পঞ্চপাণ্ডবদের দলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।
ইমরুল কায়েসর নেতৃত্বে কুমিল্লা ৮ম বিপিএলের শিরোপা জয়ের পর সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নাফিসা কামাল বলেন, 'আমরা চেয়েছিলাম তরুণ একটা দল গড়তে। আমাদের দলে কিন্তু কোন পাণ্ডব ছিল না। এক দলে তিনজন পাণ্ডব ছিল, রানার্সআপ দলেও একজন ছিল। ফলে এত পাণ্ডবদের ছাড়াই চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের জন্য বেশি আনন্দের।'