ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লাহোরের মাঠে গার্ড অব অনার পেলেন রশিদ খান
Published : Sunday, 20 February, 2022 at 5:17 PM
লাহোরের মাঠে গার্ড অব অনার পেলেন রশিদ খানপাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের অন্তত তিন ম্যাচ আগেই টুর্নামেন্ট ছাড়লেন আফগানিস্তান দলের লেগ স্পিনার রশিদ খান।

কারণ আগামী ২৩ ফেব্রুয়ারিতে চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান।
 
সিরিজে অংশ নিতেই পিএসএল ছাড়লেন রশিদ খান। যে কারণে শনিবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষের ম্যাচটি ছিল রশিদ খানের এবারের আসরের শেষ ম্যাচ।

তাই আফগান লেগিকে মাঠে গার্ড অব অনার দিয়েছেন তার দল লাহোর কালান্দার্সের সতীর্থরা।

এদিন খেলা শেষে মাঠ ছাড়ার সময় লাহোরের খেলোয়াড়রা একত্রিত হয়ে গার্ড অব অনার দেয় রশিদকে। এরপর আবার হারিস রউফের সঙ্গে নিজের ট্রেডমার্ক উদযাপনও সারেন তিনি। সব শেষে রশিদকে বুকে জড়িয়ে ধরেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। 

পিএসএলের এবারের আসরে ৯ ম্যাচে মাত্র ৬.২৫ ইকোনমি রেটে ১৩ উইকেট শিকার করেছেন রশিদ খান। আসরের বাকি ম্যাচগুলোতে রশিদের বদলি হিসেবে খেলবেন ফাওয়াদ আহমেদ।



প্রসঙ্গত, তিন ওয়ানডে এবং দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে আফগানিস্তান ক্রিকেট দল।  আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। দ্বিতীয় ও তৃতীয় ওডিআই হবে বন্দরনগরীতেই যথাক্রমে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি।

এরপর ঢাকায় আসবে আফগানিস্তান। এখানে আগামী ৩ ও ৫ মার্চ টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।