বিপিএল শেষ করেই আফগান সিরিজের জন্য রোববার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ানে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল।
আগামী ২৩ ফেব্রুয়ারি বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে। একই ভেন্যুত ২৫ ও ২৮ ফেব্রুয়ারি সিরিজের বাকি দুই ওয়ানডেতে অংশ নেবে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।
আফগান সিরিজে নিজেদের টার্গেট নিয়ে জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বলেন, আমরা ওয়ানডে ক্রিকেট যেভাবে খেলে আসছি সেরকম সাধারণ পরিকল্পনাই থাকবে। হোয়াইটওয়াশ বলা যাবে না কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলব এবং অবশ্যই আমাদের সিরিজ জেতার লক্ষ্য থাকবে। প্রথম লক্ষ্য থাকবে সিরিজ জয়ের।
আফগান সিরিজ নিয়ে জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ বলেন, আমি আশাবাদী ভালো কিছু হবে। আশা করছি আফগান সিরিজে আমরা প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারব।
অতীতে ওয়ানডেতে ৮ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। অতীতের সেই সাক্ষাতে ৫ ম্যাচে জয় পায় বাংলাদেশ আর ৩ ম্যাচে জয় পায় আফগানিস্তান।