লালমাই ক্লাবের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন উপলক্ষে একুশের প্রভাতে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন লালমাই ক্লাবের নেতৃবৃন্দ। পরে দুপুরে ক্লাবের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমাই ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য লন্ডন প্রবাসী হাবিবুল হক হাবিবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক অমর কৃষ্ণ বণিক মানিক, ড. শাহজাহান মজুমদার, কোষাধ্যক্ষ ডা. এম এস আলম,অধ্যাপক কৃষ্ণ পদ নাথ ভৌমিক, মনির হোসেন, মাসুদ রানা, আবুল বাহার, প্রদীপ মজুমদার। সভাপতির বক্তব্যে হাবিবুল হক হাবিব বলেন, মহান একুশে ফেব্রুয়ারি এদেশ স্বাধীনতার উৎপত্তি। একুশে ফেব্রুয়ারি আমাদেরকে নিজের অধিকার আদায়ের ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য শিক্ষা দেয়। তিনি আরো বলেন, প্রতিবছর আমরা শুধু একুশে ফেব্রুয়ারি পালন করলে হবে না, মাতৃভাষাকে প্রাধান্য দিয়ে এদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করার জন্য মানুষ মানুষের জন্য প্রত্যেকে আমরা পরের তরে একথা মনে রেখে মানবাধিকার যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে অন্যাথায় একুশে ফেব্রুয়ারি পালন করে কোন লাভ হবে না।
তিনি লালমাই ক্লাবকে সুসংগঠিত করে মানুষের কল্যাণে কাজ করার কথা বলেন।