করোনা পজিটিভ থাকার কারণে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে ২০ ফেব্রুয়ারি চট্টগ্রাম যেতে পারেননি নতুন ব্যাটিং কোচ জেমি সিডন্স। তবে, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সুখবর, আগানদের বিপক্ষে সিরিজ শুরুর আগেরদিন আজ মঙ্গলবার সকালে গিয়ে চট্টগ্রামে দলের সঙ্গে দিয়েছেন জেমি।
তবে, করোনা পরীক্ষা করাতে হয়নি জেমি সিডন্সকে। আগের রিপোর্টে পজিটিভ আসলেও তার কোনো উপসর্গ ছিল না। নতুন প্রটোকল অনুযায়ী, ১০দিন উপসর্গ না থাকলে তিনি নিরাপদ বিবেচিত হন এবং আর আইসোলেশনে থাকতে হয় না।
জেমি সিডন্সেরও একই অবস্থা হয়েছে। ১০দিন পার হওয়ার পরই তিনি কোয়ারেন্টাইনমুক্ত হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দলের সঙ্গে অনুশীলনেও উপস্থিত ছিলেন জেমি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জাগোনিউজকে বলেন, ‘প্রটোকল অনুযায়ী সে (সিডন্স) নিরাপদ। আজ তার ১১তম দিন চলছে। তার মধ্যে কোনোরকম কোনো উপসর্গ নেই। যে কারণে আইসোলেশন থেকে বের হয়ে আজ সকালে চট্টগ্রামে টিম হোটেলে গিয়ে যোগ দিয়েছেন জেমি।’
এর আগে ১২ ফেব্রুয়ারি প্রথম করোনা পজিটিভ রিপোর্ট আসে জেমি সিডন্সের। এক সপ্তাহ পর ১৯ ফেব্রুয়ারি পূনরায় পরীক্ষা করানো হলে তখনও তার রিপোর্ট পজিটিভ দেখা যায়।
যদিও তখন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জাগোনিউজকে বলেছিলেন, ‘১০ দিন হয়ে যাওয়ার পর যদি উপসর্গ না থাকে, তাহলে জেমিকে চট্টগ্রামে দলের সঙ্গে থাকার সুযোগ করে দেয়ার কথা ভাবা হচ্ছে।’ শেষ পর্যন্ত সেটাই হলো।