ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মিত্রদের নিয়ে রুশ হামলার 'কঠোর' জবাব দেওয়া হবে: বাইডেন
Published : Thursday, 24 February, 2022 at 1:29 PM
মিত্রদের নিয়ে রুশ হামলার 'কঠোর' জবাব দেওয়া হবে: বাইডেনইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে ‘বিনাউসকানিতে অন্যায্য হামলা’ হিসেবে বর্ণনা করে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মিত্রদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবারই এ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বিস্ফোরণের খবর আসার পর বাইডেনের এ প্রতিক্রিয়া আসে। খবর সিএনএন ও রয়টার্সের। 

বাইডেন বলেন,  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি পরিকল্পিত যুদ্ধ শুরু করেছেন, যা মানুষের জীবনে ভয়াবহ বিপর্যয় আর দুর্দশা ডেকে আনবে।

এ হামলা যে ধ্বংস ডেকে আনবে, যে প্রাণক্ষয়ের কারণ হবে, তার দায় পুরোপুরি রাশিয়াকেই বহন করতে হবে। সে জন্য বিশ্বের কাছে রাশিয়াকে জবাবদিহি করতে হবে।    

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে আর কী কী ব্যবস্থা নেবে, বৃহস্পতিবারই সেই ঘোষণা আসবে।

বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার ওপর পূর্ণ মাত্রায় নিষেধাজ্ঞা জারি করবে। ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছে।