যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ব্যাপারে তার দেশ ও মিত্র অবশ্যই যথাযথ জবাব দেবে।
বরিস জনসন এক টুইট বার্তায় লিখেছেন, ইউক্রেনে ভয়াবহ হামলার ঘটনায় আমি আতঙ্কিত। এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করার জন্য আমি প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে কথা বলেছি। তিনি আরও লিখেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের ওপর বিনা প্ররোচনায় হামলা চালিয়ে রক্তপাত ও ধ্বংসের পথ বেছে নিয়েছেন।
বরিস জনসন আরও লিখেছেন- এখন কী করা যায় তা নিয়ে তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন এবং তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে যুক্তরাজ্য ও মিত্ররা অবশ্যই এর জবাব দেবে।
ইউক্রেনে রাশিয়ার বেপরোয়া হামলার নিন্দা জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গও। একইসঙ্গে তিনি এও বলেছেন, এটা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।
এদিকে বৃহস্পতিবার সকালে ইউক্রেনে হামলার শুরুর করার পরে এক বিবৃতিতে রাশিয়ার সেনাবাহিনী দাবি করেছে ইউক্রেনে ঢুকতে সীমান্তে কোনও বাধারই মুখোমুখি হয়নি রুশ সেনারা।
এতে বলা হয়, “রুশ সেনার ইউনিট যখন ইউক্রেন সীমান্ত অতিক্রম শুরু করে, তখন দেশটির বর্ডার সার্ভিসের পক্ষ থেকে কোনও বাধাই দেওয়া হয়নি। বলা যায়- বিনা বাধায় সীমান্ত অতিক্রম করে ইউক্রেনে ঢুকে পড়েছে রুশ সেনারা।”
বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, রুশ সামরিক বাহিনী ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ‘দমন’ করেছে। তবে রাশিয়ার সেনাবাহিনীর এসব দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি গণমাধ্যমের পক্ষে। সূত্র : ডেকান হেরাল্ড/সিএনএন