ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিজেদের আকাশসীমায় বেসামরিক ফ্লাইট বন্ধ করলো ইউক্রেন
Published : Thursday, 24 February, 2022 at 1:55 PM
নিজেদের আকাশসীমায় বেসামরিক ফ্লাইট বন্ধ করলো ইউক্রেনরাশিয়ার সামরিক হামলার পর বৃহস্পতিবার নিজেদের আকাশসীমায় বেসামরিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ইউক্রেন। নিরাপত্তার জন্য চরম ঝুঁকি উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপের অ্যাভিয়েশন নিয়ন্ত্রক সংস্থা রাশিয়া ও বেলারুশের সীমান্ত এলাকায় ফ্লাইট চলাচল নিয়ে হুঁশিয়ারি জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন। যা ইউরোপে একটি যুদ্ধ শুরু বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনের স্টেট এয়ার ট্রাফিক সার্ভিসেস এন্টারপ্রাইজ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ০০৪৫ থেকে দেশের আকাশে বেসামরিক ফ্লাইট বন্ধ থাকবে। এয়ার ট্রাফিক সার্ভিস স্থগিত করা হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাভিয়েশন সেফটি এজেন্সি বলেছে, রাশিয়া ও বেলারুশের সঙ্গে ইউক্রেন সীমান্তের ১০০ নটিক্যাল মাইল আকাশসীমা বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ।

এক বুলেটিনে সংস্থাটি জানায়, নির্দিষ্টভাবে আন্তর্জাতিক নিশানা ও অজ্ঞাত বেসামরিক উড়োজাহাজে ঝুঁকি রয়েছে। সম্ভাব্য ব্যাপক স্থল ও আকাশ যুদ্ধ ব্যবস্থার কারণে যেকোনও উচ্চতায় বিমান পরিচালনায় তীব্র ঝুঁকি আছে।