ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজে শোকসভা ও দোয়া
Published : Friday, 25 February, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজে গতকাল ২৪ ফেব্রুয়ারি দুপুরে কলেজের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও সাবেক সাংসদ এডভোকেট আমীর হোসেন ও কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আর কিউ কানিজে জোবেদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় বক্তারা কলেজের প্রতিষ্ঠাতা সাবেক সাংসদ এডভোকেট আমীর হোসেন ও প্রতিষ্ঠাতা সদস্য আর কিউ কানিজে জোবেদা'র উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে মাওলানা আব্দুর রাজ্জাকের পরিচালনায় মরহুমদের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন  আলী আহাম্মদ মাস্টার, আবদুল কাদের বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু, সিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল), নাজনীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, আবু জাহের পুলিশ, প্রভাষক রেজাউল করিম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও "দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ" এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আহমেদ লাভলু, গভর্নিং বোর্ডের সদস্য ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ অপু খান চৌধুরী, প্রচার সম্পাদক আতাউর রহমানসহ কলেজের ছাত্রছাত্রীবৃন্দ।