ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চৌদ্দগ্রামে শিক্ষকের বিদায় সবংর্ধনা
Published : Friday, 25 February, 2022 at 12:00 AM
মজিবুর রহমান বাবলু, চৌদ্দগ্রাম ||
চৌদ্দগ্রামের দৌলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের বিদায় সবংর্ধনা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
দৌলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: আফতাবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সবংর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসার মো: আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন-চৌদ্দগ্রাম উপজেলা শিক্ষা অফিসার সাকিনা বেগম, স্থানীয় কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার ভিপি, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আ ন ম মাছুম, মিজানুর রহমান, ফারুক হোসেন। বক্তব্য রাখেন-জীবনবীমা করপোরেশন কুমল্লা জোনাল অফিসের ম্যানাজার শেরশাহ মজুমদার,চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল জলিল,সাধারণ সম্পাদক ও শিক্ষক প্রতিনিধি মজিবুর রহমান বাবলু, কমলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম, জয়মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা নাসরিন কেয়া,দৌলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক বর্তমান লাকসাম উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফারুক আহমেদ,ধর্মপুর নাজিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর, লালবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো; মাঈন উদ্দিন, দৌলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এছাক মজুমদার, শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি আবদুল কাদের, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, পুর্বকাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈন উদ্দিন ও বিদায়ী শিক্ষক আবুল কালাম প্রমুখ।  শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, উপজেলা শিক্ষা অফিসার সাকিনা বেগম চেয়ারম্যান মাহাবুব হোসেন মজুমদারসহ বক্তাগণ বিদায়ী প্রধান শিক্ষক আবুল কালামের সততা, নৈতিকতা, সময়ানুবর্তিতার কথা উল্লেখ করে তাঁকে একজন আদর্শ শিক্ষক বলে মন্তব্য করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকের সহকর্মী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং পরিচালনা কমিটির পক্ষ থেকে বিভিন্ন ধরণের স্মারক উপহার তুলে দেন।