Published : Friday, 25 February, 2022 at 12:00 AM, Update: 25.02.2022 12:57:29 AM
প্রদীপ মজুমদার : কুমিল্লার লালমাইয়ে আগুনে ১টি দোকান ভস্মীভূত হয়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীর। ওই ব্যবসায়ীর নাম কবির হোসেন। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলা সদর বাগমারা উত্তর বাজার বালিকা বিদ্যালয় সংলগ্ন এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ভস্মীভূত বিসমিল্লাহ ফার্নিচার দোকানের মালিক কবির হোসেন বলেন আমি দোকানে ছিলাম হঠাৎ পিছনের দিকে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে প্রথমদিকে বাজারের ব্যবসায়ী ও আশেপাশের বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুন লাগার খবর পেয়ে সদর দক্ষিণ উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কুমিল্লা সদর দক্ষিণ দমকল বাহিনীর ষ্টেশন অফিসার মীর মোহাম্মদ মারুফ বলেন, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হয়েছে। এ ছাড়া আগুনে সকল ফার্নিচার, জয়েন্ডার মেশিন, বোল্ডার মেশিন, পুড়ে ব্যবসায়ীর ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করেন তিনি।
লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন ঘটনাস্থলে এসে বলেন উপজেলা সৃষ্টির চার বছরেও একটি ফায়ার সার্ভিস স্টেশন হয়নি। তিনি অর্থমন্ত্রীর দৃস্টি আকর্ষণ করে দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন করার অনুরোধ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক খবর পেয়ে ঘটনাস্থলে আসেন।