Published : Friday, 25 February, 2022 at 12:00 AM, Update: 25.02.2022 12:57:50 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার তিতাসে চোর সন্দেহে মাহবুবুর রহমান ওরফে টারজেন (২৫)
নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার জিয়ারকান্দি ইউপির
নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান উপজেলার জিয়ারকান্দি
ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের শাহ আলম ভূঁইয়ার ছেলে। ২২ ফেব্রুয়ারি রাতের এ
ঘটনায় এখনো পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানা গেছে। আর পুলিশ বলছে, নিহতের
পরিবার থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে ।
স্থানীরা জানান,
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে নোয়াগাঁও গ্রামের আজহারুল ইসলামের মুদি
দোকানের চালের টিন কেটে কেউ একজন ভেতরে প্রবেশ করেন। আজহারুলের চাচাতো ভাই
তৌফিক বিষয়টি টের পেয়ে মোবাইল ফোনে কল করে তাকে জানান। এক পর্যায়ে আজহারুল
লোকজন নিয়ে ছুটে এসে দোকানের দরজা খুলে খাটের নিচে টারজেনকে দেখতে পান।
এসময়
উত্তেজিত লোকজন তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায়
দেখে স্থানীয় কয়েকজন মিলে তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে টারজেন
মারা যান।
এ বিষয়ে জানতে মুদি দোকানি আজহারুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তিতাস
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্ত শেষে লাশ
স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার থেকে এখনো কোনো
অভিযোগ জানানো হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।