ইউক্রেনের দক্ষিণ ও দক্ষিণপূর্ব অঞ্চলের দুটি বড় শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘গেল ২৪ ঘণ্টায় খেরসন ও বেরদিয়ানস্ক শহর দুটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সামরিক বাহিনী।’
এর কিছুক্ষণ আগেই, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। খারকিভ প্রশাসনের প্রধান জানিয়েছেন, শহরে নিরাপত্তা বেষ্টনি ভেঙে ঢুকে পড়েছে রুশ সেনারা।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কিছু রুশ সেনা ও গাড়ি খারখিভের রাস্তায় টহল দিচ্ছে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে খারকিভ কর্তৃপক্ষ। খারকিভের প্রশাসন প্রধান ওলেগ সিনেগুবভ বলেন, ‘আপনারা নিরাপদ আশ্রয়ে থাকুন। ইউক্রেন সেনাবাহিনী শত্রুদের নির্মূল করবে। কোনো সাধারণ মানুষ রাস্তায় বের হবেন না।’