হেড কোচ রাসেল ডমিঙ্গোর আমলে বাংলাদেশের সাফল্য কম নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় ছাড়াও তার অধীনে ওয়ানডে সুপার লিগের শীর্ষেও উঠে গেছে। তবু সাম্প্রতিক সময়ে সমালোচিত হচ্ছেন বেশি। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর। কিন্তু মিডিয়ার সঙ্গে তার সম্পর্কটা যে অম্ল-মধুর, তা টের পাওয়া গেলো রবিবারের অনুশীলনেও। হাসতে হাসতে মিডিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, ‘কিল দ্য মিডিয়া।’
রবিবার সকাল সাড়ে দশটায় অনুশীলনে আসে বাংলাদেশ। ঐচ্ছিক অনুশীলন থাকায় সাকিব ছাড়া আরও ৫ ক্রিকেটার মাঠে উপস্থিত ছিলেন না। তবু যারা ছিলেন, শেষ ওয়ানডের আগে নিজেদের খুব ভালো করেই ঝালিয়ে নিলেন।
ড্রেসিংরুম প্রান্তে পাশাপাশি নেটে ব্যাট করছিলেন মাহমুদউল্লাহ এবং নাঈম শেখ। ওখানেই দাঁড়িয়ে ছিলেন বেশ কয়েকজন সংবাদকর্মী।
নাঈমের ব্যাটিং তখন পাখির চোখে পরখ করছিলেন বাংলাদেশের প্রধান কোচ। নাঈমকে তখন সাইড আর্মে বল থ্রো করছিলেন নাসির। কিন্তু নাঈম বলটি ঠিকমতো খেলতে পারেননি, বলটি নেট ভেদ করে লোহার গ্রিলে দাঁড়ানো থাকা এক সংবাদ কর্মীর গায়ে আঘাত হানে। তখনই নাসিরকে উদ্দেশ্য করে ডমিঙ্গোকে বলতে শোনা যায়, ‘কিল দ্য মিডিয়া।’ হেড কোচের মজা করে বলা এই কথার পর উপস্থিত এক সংবাদকর্মীও ডমিঙ্গোকে বলেন, ‘ডোন্ট কিল আস।’
অবশ্য তার কিছুক্ষণ পরই ডমিঙ্গোর কাছে জানতে চাওয়া হয়- সংবাদকর্মীদের মারতে চাইছেন কেন? ডমিঙ্গো অবশ্য এর কোনও জবাব দেননি। অট্টহাসিতে নিজের কাজেই মনোযোগী ছিলেন।
অবশ্য দুইদিন আগে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো জানিয়েছিলেন, সাংবাদিকরা যা খুশি তাই লিখতে পারে, সেটি নিয়ে তিনি মেজাজ হারান না। কিন্তু রবিবারের মন্তব্যের পর বলতে হচ্ছে, বিভিন্ন খবরে ডমিঙ্গো কী সত্যিই মেজাজ হারান না?