ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাশিয়ার কোনো সৈন্য রাজধানীতে নেই: কিয়েভের মেয়র
Published : Sunday, 27 February, 2022 at 7:30 PM
রাশিয়ার কোনো সৈন্য রাজধানীতে নেই: কিয়েভের মেয়রইউক্রেনের রাজধানীতে এই মুহূর্তে কোনো রাশিয়ান সৈন্য নেই বলে জানিয়েছেন কিয়েভের মেয়র। জানা গেছে, রাশিয়ান বাহিনীর হাত থেকে কিয়েভ রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। খবর বিবিসির।

মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, সামরিক বাহিনী, আইন প্রয়োগকারী ও আঞ্চলিক প্রতিরক্ষা কর্মকর্তারা শত্রুদের দমনে কাজ চালিয়ে যাচ্ছে। এর আগে কিয়েভের বাসিন্দাদের ঘরে থাকার আদেশ দেওয়া হয়েছে। যারা এ আদেশ ভঙ্গ করে বাইরে বের হবে তাদের শত্রুপক্ষের সদস্য হিসেবে বিবেচনা করা হবে বলেও জানানো হয়।

ইউক্রেনে রাশিয়ার হামলা চতুর্থ দিনে তীব্র লড়াই চলছে। ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও সংঘর্ষ চলছে রুশ সেনা ও ইউক্রেনের সৈন্যদের মধ্যে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেন দাবি করেছে যে, দেশটিতে রাশিয়ার চার হাজার তিনশ সৈন্য নিহত হয়েছেন।

ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, এ পর্যন্ত রাশিয়ার চার হাজার তিনশ সেনা নিহত হয়েছে। ২৭টি প্লেন ধ্বংস করা হয়েছে। ২৬টি হেলিকপ্টার বিধ্বস্ত করেছেন তারা। এছাড়া, রাশিয়ার ১৪৬টি ট্যাংক, ৭০৬টি যুদ্ধযান, ৪৯টি কামান, একটি এয়ার ডিফেন্স সিস্টেম, বেশ কয়েকটি রকেট লঞ্চ সিস্টেমস, ৩০টি গাড়ি, ৬০টি ট্যাংকার, ২টি ড্রোন ও ২টি জাহাজ ধ্বংস করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী।

সম্প্রতি পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশের আগে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, পূর্ব ইউক্রেন এক সময় রাশিয়ার ভূমি ছিল। পুতিনের এ ঘোষণার পরপরই শুরু হয় ইউক্রেন আগ্রাসন।