শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার জন্য মোহালিতে যাবে ভারতীয় দল। টেস্ট দলের কেউ কেউ এরই মধ্যে সেখানে পৌঁছাতে শুরুও করে দিয়েছেন। তবে সেই হোটেলেই একটি বাসে পাওয়া গেছে বন্দুকের দু’টি গুলির খোল। সেটাতেই আবার ক্রিকেটারদের মাঠে যাওয়ার কথা ছিল। যার ফলে দলের নিরাপত্তা নিয়ে উঠে গেছে প্রশ্ন। আগামী ৪ মার্চ থেকে শুরু হবে মোহালি টেস্ট। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, হোটেল থেকে বেরিয়ে আলোচ্য সেই বাসে করে মোহালির পিসিএ স্টেডিয়ামে ভারতীয় দলের অনুশীলনে যাওয়ার কথা ছিল। তার আগে বাস পরীক্ষা করছিলেন নিরাপত্তারক্ষীরা। তখনই গুলির খোল দু’টি নজরে আসে।
গত ২১ ফেব্রুয়ারি থেকে টেস্ট দলের ক্রিকেটাররা একে একে হোটেলে পৌঁছাতে শুরু করেছেন। দলের বেশির ভাগ সদস্য ধর্মশালাতে টি-২০ সিরিজে খেলতে ব্যস্ত। বিরাট কোহলী, রিশাভ পান্টরা এখনো টেস্ট দলের সঙ্গে যোগ দেননি।
অন্য একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বাসটিতে শ্রীলঙ্কার টেস্ট দলের ক্রিকেটারদের অনুশীলনে যাওয়ার কথা ছিল। যে সংস্থার থেকে বাস নেয়া হয়েছিল, তারা বিভিন্ন বিয়েবাড়ি এবং অনুষ্ঠানের জন্য বাস ভাড়া দেয়। মনে করা হচ্ছে সেখানেই কোনো ঘটনা ঘটে থাকবে।
গুলির খোল দু’টি পুলিশ বাজেয়াপ্ত করেছে। কে বা কারা গুলি চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়। পুলিশ যদিও এই ঘটনাকে ভারতীয় দলের নিরাপত্তায় ফাঁক বলতে নারাজ, কারণ শুধু মাত্র গুলির খোল পাওয়া গেছে। তবে কিছুটা শঙ্কা তো থেকেই যায়।