ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মায়ের সঙ্গে অভিমান করে সপ্তম শ্রেণির ছাত্রীর ‘আত্মহত্যা’
Published : Monday, 28 February, 2022 at 6:36 PM
মায়ের সঙ্গে অভিমান করে সপ্তম শ্রেণির ছাত্রীর ‘আত্মহত্যা’রাজধানীর খিলগাঁওয়ের মোমিনবাগ বড়বাড়ি এলাকায় মায়ের সঙ্গে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে লিজা আক্তার (১৪) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৫টায় মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন বলেন, খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে মোমিনবাগের ২৫৫ নম্বর বাসার তৃতীয় তলায় কাঠের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, নিহত ব্যক্তির আত্মীয়ের সঙ্গে কথা বলে জানতে পারি, তার মা হাসিনা বেগম বাসাবাড়িতে কাজ করেন। মেয়েকে বকাঝকা করায় অভিমান করে সে ফাঁসি দিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত ছাত্রীর খালাতো ভাই আব্দুর রাজ্জাক বলেন, লিজা স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। কী কারণে সে ফাঁসি দিয়েছে এ বিষয়ে বলতে পারবো না। তবে শুনেছি মায়ের বকায় অভিমান করে সে ফাঁসি দিয়েছে।

তিনি আরও জানান, ময়মনসিংহের কোতোয়ালি থানার চর হাসানদিয়া গ্রামের মো. তোফাজ্জল হোসেনের মেয়ে লিজা আক্তার।