দেবিদ্বার - চান্দিনা আসা যাওয়ার সবচেয়ে ব্যস্ততম সড়কটির পিচ খোয়ার পরিবর্তে সড়কটিতে বসানো হচ্ছে ইটের সলিং। সড়কটির পিচ কেটে ইটের সলিং দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এতে পথচারীদের দুর্ভোগ কমার চেয়ে দ্বিগুণ বেড়েছে বলে মনে করছেন শত শত পথচারীরা। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, দেবিদ্বার থেকে চান্দিনা যাওয়া আসার করার জন্য এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। ১৮ ফুটের পিচের রাস্তা কেটে এখন ১২ ফুটের ইটের সলিং করা হচ্ছে। এটি জনগণের সাথে তামাশা ছাড়া আর কিছুই না। আমরা প্রতিবাদ ও নিন্দা জানাই। রবিবার বিকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের ১৮ ফুটের পিচের কার্পেটিং তুলে ১২ ফুটের বালু ও ইটের সলিং দেওয়া হচ্ছে। জানতে চাইলে কয়েকজন শ্রমিক জানান, আমাদের যেভাবে বলা হয়েছে সেভাবে কাজ করছি। সামনে ঠিকাদার আছে আপনি ঠিকাদারের সাথে কথা বলুন। এই সড়কে ইটের সলিং আসলেই খুবই দু:খ জনক এবং লজ্জা জনক বলে মনে করেন ওই সড়কে চলাচলকারী সকলেই। তাঁরা বলছেন সড়ক সংস্কারের নামে এভাবে ইটের সলিংয়ে কি যানবাহন চলাচলে এবং জনগনের ভোগান্তি কিছুটা কমবে, নাকি এটা মরার উপর খাড়া ঘা। সড়ক সংস্কারের নামে যেন এটি একটি মহা ভোগান্তির আর একটি হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করছে।
স্থানীয় ব্যবসায়ী কাজী ফরহাদ জানান, মানুষ সারা জীবন দেখেছে সড়কে ইটের সলিং তুলে পিচের রাস্তা করছে। আর সবচেয়ে ব্যস্ততম দেবিদ্বার-চান্দিনা সড়কে পিচের রাস্তা তুলে ইটের সলিং এর কাজ হচ্ছে। এটি হাস্যকর।
ওই সড়কে চলাচলকারী মো. আবদুল বলছেন, ইটের সলিং করে উন্নয়ন করা যায়না। ১৮ ফুটের রাস্তাটি কেটে ১২ ফুট করায় যানবাহনের দীর্ঘ যানজট দেখা দিবে এতে মানুষের দুর্ভোগ কমার চেয়ে দ্বিগুন বেড়েছে।
ঠিকাদার মো. নাছির উদ্দিন বলেন, সড়কটি নিচু হওয়ায় ইটের সলিং করা হচ্ছে ৬/৭ মাস পর ঢালাই করা হবে। আপনি আমাদের ওপরে কর্মকর্তাদের সাথে কথা বলুন, আমরা এর বেশি কিছু জানিনা।
উপ বিভাগীয় প্রকৌশলী (সওজ) মো. নাজমুল হোসাইন সাকিব বলেন, ইটের সলিংয়ের কাজটি স্থায়ী কাজ নয়, টেম্পরারী ভাবে করা হচ্ছে। আগামী ৬ মাস পর আবার নতুন করে টেন্ডার হলে ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে ঢালায়ের কাজ করা হবে। তবে এটি প্রসেসিং হতে আনুমানিক এক দেড় বছর সময় লেগে যেতে পারে। তিনি আরও বলেন, প্রায় ৯৯ লক্ষ টাকা দেবিদ্বার-চান্দিনা সড়কটি নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর মধ্যে দেবিদ্বার অংশটুকুর ৬০০ মিটার ইটের সলিংয়ে করা হবে। এছাড়া আমি কাল (সোমবার) সরেজমিনে এসে কাজের তদারকি করব।