ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যুক্তরাষ্ট্র-কানাডায় রাশিয়ার মদ নিষিদ্ধ, ইউক্রেনের গেরিলাদের পক্ষে সরব
Published : Sunday, 27 February, 2022 at 8:42 PM
যুক্তরাষ্ট্র-কানাডায় রাশিয়ার মদ নিষিদ্ধ, ইউক্রেনের গেরিলাদের পক্ষে সরবযুক্তরাষ্ট্র, কানাডা, অষ্ট্রেলিয়াসহ ধনী দেশসমূহ কর্তৃক রাশিয়ার ট্রিলিয়ন ডলারের অধিক আটকে দেয়ার পর আন্তর্জাতিক অর্থ লেন-দেনের অন্যতম অবলম্বন সুইফট থেকেও বাদ পড়লো রাশিয়ার ব্যাংকসমূহ। 

ইউক্রেনে হামলার প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে পাশ্চাত্যে। সেই ক্ষোভে যুক্ত হলো রাশিয়ার মদ ভটকা বর্জনের কর্মসূচি। যুক্তরাষ্ট্র ও কানাডার বেশক'টি স্টেটের গভর্ণর/প্রশাসকেরা শনিবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে, তাদের এলাকার কোনো মদের দোকান অথবা বারে রাশিয়ার তৈরী ভটকা বিক্রি দূরের কথা, সেগুলো রাখাও যাবে না। 

রাশিয়ার আগ্রাসনের নিন্দা আর প্রতিবাদে মুখর আমেরিকানরা বেশকটি বারের ভটকার বোতল ময়লা-আবর্জনার স্তুপে ফেলে দিয়েছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের নিউ হ্যামশায়ার, ওহাইয়ো, ভার্জিনিয়া, আরকানসাস এবং কানাডার ওন্টারিয়ো প্রভৃতি স্থানে মদের দোকানগুলোতে একই অভিযান শুরু করেছেন। যুক্তরাষ্ট্র এবং কানাডায় সবচেয়ে জনপ্রিয় মদের অন্যতম হচ্ছে ভটকা। বছরে ২০ বিলিয়নেরও অধিক মূল্যের ভটকা আমদানী করা হয় যুক্তরাষ্ট্রে। 
উল্লেখ্য, ইউক্রেইনে হামলার পরই নিউইয়র্ক, বস্টন, ওয়াশিংটন ডিসি, লসএঞ্জেলেস, ফিলাডেলফিয়া প্রভৃতি শহরে হাজার হাজার আমেরিকান বিক্ষোভ করেছেন। রাশিয়ার এমন আচরণকে এ সময়ের বর্বরতা হিসেবে অভিহিত করে গোটাবিশ্বকে রাশিয়ার আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবার আহ্বান জানানো হয়। 

এদিকে, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আরো বলিষ্ঠভাবে রুখে দাঁড়াতে ইউক্রেইনকে আরো ৬.৪ বিলিয়ন ডলারের অর্থ ও অস্ত্র সহায়তা প্রদানের জন্যে কংগ্রেসের প্রতি অনুরোধ জানিয়েছে বাইডেন প্রশাসন। এরমধ্যে ৩.৫ বিলিয়ন ডলারের অস্ত্র এবং ২.৯ বিলিয়ন ডলারের খাদ্য ও মানবিক সহায়তা। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ৫ হাজার সৈন্য পোল্যান্ডে চলে গেছে। আরো ৭ হাজার সৈন্য পাঠাতে প্রেসিডেন্ট বাইডেন একটি নির্দেশ জারি করেছেন। ইউক্রেইনবাসীর প্রতিরোধ যুদ্ধে উৎসাহ জোগাতে এসব সৈন্য ও অস্ত্র-সামগ্রী ন্যাটোর দেশসমূহে অবস্থান নেবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।