কুমিল্লায় একদিনে আরো ১০ জনের করোনা শনাক্ত
Published : Tuesday, 1 March, 2022 at 12:00 AM, Update: 01.03.2022 12:18:21 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় একদিনের ব্যবধানে করোনা সংক্রমণের হার কিছুটা
বেড়েছে। বিপরীতে কমেছে সুস্থতার সংখ্যা। জেলায় গত ২৪ ঘন্টায় মহামারী করোনা
ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০জন। যা আগের দিনের চেয়ে ৯ জন বেশি। পরীক্ষার
বিপরিতে শনাক্তের হার বেড়ে দাড়িয়েছে ৫.২ শতাংশে। একই সময়ে জেলায় করোনা
আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৪৭ জন। জেলা আক্রান্ত ১০ জনের মধ্যে ৭ জনই
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। ২৮ ফেব্রুয়ারি সোমবার বিকেলে
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।
এ নিয়ে
কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৩ হাজার ৩১ জনে। এর মধ্যে সুস্থ
হয়েছেন ৪০ হাজার ২৭৬জন; প্রাণ হারিয়েছেন ৯৮০ জন। এদিকে গত ২৪ ঘন্টায়
কুমিল্লায় ৭৫১ জন বিদেশগামীর করোনা পরীক্ষায় ১৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে
বলে জানা গেছে।