ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শনিবার মোটরসাইকেল কিনে রবিবার প্রাণ গেলো কলেজ ছাত্রের
Published : Tuesday, 1 March, 2022 at 12:00 AM, Update: 01.03.2022 12:18:27 AM
শনিবার মোটরসাইকেল কিনে রবিবার প্রাণ গেলো কলেজ ছাত্রেরনিজস্ব প্রতিবেদক: এসএসসি পাশ করার আবদার মিটানোর জন্য শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দাদা কিনে দিয়েছিলেন মোটরসাইকেল। কিন্তু কেই বা জানতো সেই সখের মোটরসাইকেলে ২৪ ঘণ্টার মধ্যে প্রাণ যাবে তার। ফারহান আঞ্জুম মাফি(১৭)। এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় পাস করে ভর্তি হয়েছিল কলেজে। সে কুমিল্লা নগরীর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীর ছাত্র।
জানা গেছে, রোববার (২৭ ফেব্রুয়ারি) নতুন মোটরসাইকেল নিয়ে প্রথমবারের মতো দুই বন্ধুসহ গোমতী নদীর পাড় এলাকায় গিয়েছেন ঘুরতে। রাত ৯টায় গোমতী পাড় এলাকায় সড়কের গতিরোধকে মোটরসাইকেল উল্টে দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয় মাফির সাথে থাকা আরও দুই বন্ধু। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করায়। পরে দায়িত্বরত চিকিৎসক গুরুতর আহত রাফিকে মৃত ঘোষণা করে। আহত দুইজন চিকিৎসাধীন রয়েছে।
মাফির মৃত্যুতে পরিবার-স্বজনদের আহাজারিতে ভারি হয়ে এসেছে নগরীর নজরুল এভিনিউ এলাকা।
নিহত মাফির বাবা দীপ্র আজাদ কাজল জানান, শনিবার সন্ধ্যায় তার আবদার রক্ষা করতে তাকে মোটরসাইকেল কিনে দেই। আর পরদিন রাত ৯ টায় খবর পাই আমার বাবা এক্সিডেন্ট করছে। পরে কুমিল্লা মেডিক্যাল গিয়ে দেখি বাবার শরীর পড়ে আছে। এত ভারি বুক নিয়ে আমি বাঁচবো কি করে! আমার এইটা একমাত্র ছেলে ছিল।