Published : Tuesday, 1 March, 2022 at 12:00 AM, Update: 01.03.2022 12:18:52 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় অভিনব কায়দায় প্রাইভেটকারের ব্যাটারীর কভারের ভেতর
লুকিয়ে ইয়াবা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। ২৮
ফেব্রুয়ারি ভোটে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায়
বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয় ১৯
হাজার ২৪০ পিস ইয়াবা। জব্দ করা হয় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত
প্রাইভেটকারটি।
গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী হলো- কক্সবাজার সদর
উপজেলার রেঙ্গুট ফুটখালী গ্রামের নুরুল কবিরের ছেলে মোঃ আবু তাহের এবং একই
জেলার উখিয়া থানার অরিচ্যা-হলিদিয়া পালং গ্রামের সোনামিয়ার ছেলে মোঃ নূরুল
ইসলাম।
তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ
বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানিয়েছে
র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান,
সাম্প্রতিকালে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখফাঁকি দিয়ে প্রাইভেট কারে যাত্রী
পরিবহনের আড়ালেবিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন করেআসছে। এরই
ধারাবাহিকতায় নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
তাদেরকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত
আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ
প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান
অব্যাহত থাকবে।