Published : Tuesday, 1 March, 2022 at 12:00 AM, Update: 01.03.2022 12:19:10 AM
নিজস্ব
প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুর্নবার্সন বিষয়ক সম্পাদক
সাবেক সংসদ সদস্য কুমিল্লা দক্ষিন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী
আমিনুর রশিদ ইয়াছিন বলেন, ‘এ দেশের মানুষ ভাত খেয়ে বাঁচতে চায়। এ দেশের
মানুষ গোস্ত-মাছ খাওয়ার দিন ভুইলা গেছে। তারা ডাল দিয়া হইলেও এক মুঠো ভাত
খাইয়া বাঁচতে চায়। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের এ চাহিদা
পূরণে নাভিশ্বাস উঠে যাচ্ছে।’
তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে গতকাল কুমিল্লা
ধর্মসাগরপাড়স্থ বিএনপির অস্থায়ী কর্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বিক্ষোভ
সমাবেশে হাজী ইয়াছিন এসব কথা বলেন।
তিনি বলেন, এখন তেলের দাম তিনগুন।
সাধারণ জনগণের পক্ষে এই দাম বহন করা সম্ভব না। প্রতিটি জিনিষপত্রের দাম যে
হারে বাড়ছে- জনসাধারন মানুষের পক্ষে এই অভাব অনটনের মধ্যে ঁেবচে থাকা সম্ভব
নয়। কিন্তু সরকারের সেদিকে খেয়াল না। কারণ, এই সরকার জনগণের নির্বাচিত
সরকার নয়। এই কারণেই জনগণ কত অভাব আছে এটা তার মাথা ব্যথার ব্যাপার নয়। এই
সরকারের কোন সরম নাই।
তিনি বলেন, এই দেশের নাগরিক এখন রোহিঙ্গা হইতে
চায়। কেননা ভোটার আইডি কার্ড ও পাসপোর্ট থাকা সত্ত্বেও ভোট দিতে গেলে দেয়
দৌড়ানি। তাই এদেশের নাগরিক হইয়া লাভ কি। অধিকার আদায়ের কথা বললে দেয়
দৌড়ানি। আমরার বিরুদ্ধে মামলা- আমরা কিসের নাগরিক? বাজারে সব পণ্যের দাম
দিগুণ। চাউল কিন্তে গেলে চাউলের দাম ডাবল, তেলের দাম ডাবল, লবনের দাম ডাবল
আমরা কিসের নাগরিক। আমাদের দেশে রোহিঙ্গারাও আমাদের থেকে ভাল আছে। ওদেরকে
আল্লাহর ওয়াস্তে বিদেশী সহায়তায় চাল দেয়, ডাল দেয় সব মাগনা (ফ্রি) দেয়।
এই
সরকার যদি ক্ষমতায় থাকে দ্রব্যমুল্যের উর্দ্ধগতিও থামানো যাবেনা। তাই
সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। আর ক্ষমতাচ্যুত করতে হলে বক্তৃতা দিয়ে
ক্ষমতাচ্যুত করা যাবেনা। রাজপথে আন্দোলন করতে হবে। আন্দোলন করতে হলে রাজপথে
যেতে হবে। আগামীতে আমরা রাজপথে যাবো রাজপথ দখল করবো। এ সরকারকে
ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত আমরা রাজপথে থাকব।