ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বিএনপির বিক্ষোভ সমাবেশে টুকু
আন্দোলনের সময় এসেছে রাজপথে যেতে হবে
Published : Tuesday, 1 March, 2022 at 12:00 AM, Update: 01.03.2022 12:19:45 AM
আন্দোলনের সময় এসেছে রাজপথে যেতে হবে বশিরুল ইসলাম:
তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আন্দোলনের সময় হয়ে এসেছে। যারা যুবক আছো তোমরা প্রস্তুতি নাও। এ সরকারকে হটাতে হলে আমাদেরকে রাজপথে যেতে হবে। রাজ পথেই আমরা ফায়সালা করবো। বেগম খালেদা জিয়া যেমন ৯১ সালে রাজপথে ফায়সালা করেছিলেন।’
তিনি বলেন- তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবন যাত্রায় ব্যাঘাত ঘটছে। সাধারণ খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে। তেলের দাম বাড়ার কারণে পরিবহণে ভাড়া বেড়েছে। ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে গেছে। এতে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনে প্রভাব পড়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে তারাও আজ দিশেহারা।
গতকাল ১ মার্চ সোমবার বিকেলে কুমিল্লা ধর্মসাগরপাড়স্থ বিএনপির অস্থায়ী কর্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক এবং কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো: সায়েদুল হক সাঈদ। এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয়, জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় টুকু আরো বলেন, এদেশের মানুষ জিয়াউর রহমানের একটি কণ্ঠস্বরে জেগে উঠেছিল, যুদ্ধ করেছিল। জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর দেশকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র দিলেন। আর একটা দল করলেন যে দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যে দলের সৈনিক আমরা সবাই। আবার এরশাদ আসলো আবার রাজপথে আন্দোলন শুরু হলো। লালদীঘির ময়দানে বক্তৃতায় বলা হল,  যে এই আন্দোলন থেকে সরে যাবে সে জাতীয় বেঈমান হবেন। পরের দিন পল্টি খেয়ে টাকা নিয়ে নির্বাচনে চলে গেলেন। রয়ে গেল আমাদের মা,  গণতন্ত্রের মা, রাজপথের লড়াকু সৈনিক, আপোষহীন নেতৃ বেগম খালেদা জিয়া। তিনি যুদ্ধ মাঠে ছিলেন।  বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং তিনি ১৯৯১সালে এরশাদ সরকারকে বাধ্য করেছিলেন পদত্যাগ করতে।  যে লড়ে, সে জিতে । বেগম জিয়া লড়েছেন এবং জিতেছেন।
টুকু প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি অনুমতি চায় তোমরা অনুমতি দেওনা। বাঁশ গাড়। জনগণ খুব খারাপ, জনগণকে ভয় করো তো? ভোট চুরি করো তো? জোড় করে ক্ষমতা রাখো তো? যেদিন জনগণ ডাকবে সেদিন বাঁশ কোথায় থাকবে একমাত্র উপরওয়ালা আল্লাহই জানেন।