মো. হাবিবুর রহমান
কুমিল্লার মুরাদনগরে রচনা প্রতিযোগিতা, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্যদিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তাদের উপস্থিতিতে আলেঅচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ সোহাগ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমেদ প্রমূখ।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী তাইফা, ২য় স্থান অর্জনকারী প্রিয়ন্ত মজুমদার ও ৩য় স্থান অর্জনকারী মাহির হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। একই সাথে ৪ জন মৃত বীমাকারী ব্যক্তির পরিবারের হাতে ১১ লক্ষ ২৭ হাজার ৯৫৬ টাকার চেকও প্রদান করা হয়।