সিরিয়ার রাজধানী দামেস্কের আল-হামরা স্ট্রিটের লা মিরাদা মলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতের এ ঘটনায় দু’জনকে উদ্ধারও করা হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থা সানার বরাতে মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, রাজধানী দামেস্কের আল-হামরা স্ট্রিটের লা মিরাদা মলে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। দেশটির ফায়ার সার্ভিস দল ঘটনার তদন্ত করছে।
বার্তা সংস্থা সানা জানিয়েছে, পুরো ছয় তলা ভবনটিই আগুনে ছেয়ে যায়। আগুন নেভাতে ২০টি অগ্নিনির্বাপক গাড়ি ব্যবহৃত হয়েছে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পরিচালক জানান, নিহতদের বেশিরভাগই স্টাফ ও নিরাপত্তা কর্মী। এদিকে দামেস্কের হাসপাতালের এক কর্মী মোহাম্মদ আবুলরিশ জানিয়েছেন, তারা সাতটি মরদেহ পেয়েছেন। যেগুলো খুবই খারাপ ভাবে পুড়ে গেছে। ফলে এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। সূত্র : বিবিসি