চাঁদপুরের হাইমচরে পুলিশের গাড়ি পোড়ানো মামলার আসামি যুবদল নেতা ফারুক মাঝিসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ছয়জনের নাম প্রকাশ করেছে পুলিশ। তারা হলেন- উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান আখন, বিএনপি নেতা শফিক আখন, নাজমুল আখন, যুবদল নেতা ফারুক মাঝি, অটোচালক গিয়াসউদ্দিন ও মিজান খান। এর মধ্যে মান্নান, শফিক ও ফারুক পুলিশের গাড়ি পোড়ানো মামলার আসামি।
হাইমচর থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, বৃহস্পতিবার বিকেলে হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন পরিষদ এলাকায় সালিশ বৈঠক থেকে যুবদল নেতা ফারুককে গ্রেফতার করে পুলিশ। এ সময় উপস্থিত যুবদল নেতা মান্নান, শফিকের নেতৃত্বে বিএনপি-যুবদল নেতারা পুলিশের ওপর হামলা চালিয়ে ফারুক মাঝিকে ছিনিয়ে নেন।
পরে ঘটনাস্থল থেকে বিএনপি নেতা নাজমুল, অটোচালক গিয়াসউদ্দিন ও মিজানকে আটক করে পুলিশ। রাতে কমলাপুর গ্রামের একটি বাড়ি পুলিশ ঘেরাও দিয়ে ছিনতাই হওয়া আসামি ফারুক মাঝি, মান্নান আখন, শফিক আখনকে আটক করা হয়। এরপর মামলা দিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।