ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পলাশ-বাশারকে নিয়ে অংশুর প্রথম ওয়েব সিরিজ
Published : Saturday, 5 March, 2022 at 1:45 PM
পলাশ-বাশারকে নিয়ে অংশুর প্রথম ওয়েব সিরিজসময়ের অন্যতম দুই তরুণ অভিনেতা জিয়াউল হক পলাশ ও খায়রুল বাশারকে নিয়ে প্রথমবার ওয়েব সিরিজ নির্মাণ করলেন ‘ন ডরাই’খ্যাত নির্মাতা তানিম রহমান অংশু।

৫ পর্বের এই সিরিজের নাম ‘তীরন্দাজ’। এতে আরও অভিনয় করেছেন রোদসী, মীর রাব্বী, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপের জন্য নির্মিত এই সিরিজে উঠে আসবে গ্ল্যামার ওয়ার্ল্ডের নানা বিষয়। উঠে আসবে শিল্পী-সাংবাদিকের মধ্যে সম্পর্কটাও।

সম্প্রতি শুটিং শেষ হওয়া এই সিরিজ প্রসঙ্গে অংশু বলেন, ‘প্রথম বলে নয়, আমার কাছে প্রতিটি কাজই গুরুত্বপূর্ণ। সিরিজটি নির্মাণ করেছি মিডিয়ার মানুষের চলমান জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে। আমার বিশ্বাস দর্শক কাজটি পছন্দ করবেন। এর মাধ্যমে ইন্ডাস্ট্রিও নতুন কিছু বার্তা পাবে।’

চলতি মাসের শেষ সপ্তাহে সিরিজটি উন্মুক্ত হওয়ার কথা রয়েছে।

অংশু নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন মূলত বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর খ্যাতি আসে মিউজিক ভিডিও নির্মাণ করে। তারপর চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ন ডরাই’ দিয়েও বাজিমাত করেছিলেন এই নির্মাতা। চলচ্চিত্রটির জন্য পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

গত রোজার ঈদে দীপ্ত টিভির জন্য সাত দিনের বিশেষ ফিকশন ‘গল্প গল্প খেলা’ এবং কোরবানির ঈদে ‘সাহসিকা’ নির্মাণ কনেও বেশ প্রশংসা কুড়ান এই নির্মাতা।