এ মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে যে ১২ দেশকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ কাবাডি ফেডারেশন, তার মধ্যে ছিল আর্জেন্টিনা ও পোল্যান্ডও। কিন্তু এ দুই দেশের একটিকেও দেখা যাবে না টুর্নামেন্টে।
তারা এরই মধ্যে আসবে না বলে জানিযে দিয়েছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে। আর্জেন্টিনা আসছে না টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যয় বহনের জন্য স্পন্সর না পাওয়ায়। পোল্যান্ড আসছে না রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর কারণে।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ জাগো নিউজকে জানিয়েছেন, ‘পোলান্ডের খেলোয়াড়রা বিভিন্ন পেশার। তার মধ্যে বেশি ডিফেন্সে। ডাক্তারসহ অন্য পেশার লোক দিয়ে তাদের কাবডি দল। পোল্যান্ডের সরকার তাদের কাবাডি দলকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেয়নি।’
আগামী ১৯ থেকে ২৫ মার্চ আট জাতির বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ। সে লক্ষ্যে ১৬ ও ১৭ মার্চ দুই দিনে অতিথি দলগুলো ঢাকায় এসে পৌঁছাবে।
উল্লেখ্য যে, গত বছর মার্চে প্রথম বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নিয়েছিল পাঁচ দেশ- বাংলাদেশ, কেনিয়া, পোল্যান্ড, শ্রীলংকা ও নেপাল। বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে কেনিয়াকে হারিয়ে।
এবার বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ, শ্রীলংকা, ইরাক, কেনিয়া, ইংল্যান্ড, মালয়েশিয়া, নেপাল ও ইন্দোনেশিয়া।