ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রোবিনহো-সুমনের গোলে দারুণ জয় কিংসের
Published : Sunday, 6 March, 2022 at 12:00 AM, Update: 06.03.2022 12:39:47 AM
রোবিনহো-সুমনের গোলে দারুণ জয় কিংসেরজয়রথ ছুটছেই বসুন্ধরা কিংসের। ঘরের মাঠ কিংস অ্যারেনায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ষষ্ঠ জয় তুলে নিল বর্তমান চ্যাম্পিয়নরা। জয়সূচক গোল দুটি করেছেন সুমন রেজা ও রবসন রোবিনহো।
সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল বসুন্ধরা কিংস।
সমান ম্যাচে দুই জয়ে নয় পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে সাদা-কালোরা।
চোট কাটিয়ে এ ম্যাচে ফেরেন তারিক কাজী। কার্ড সমস্যায় ছিলেন না মাঝ মাঠের ভরসা সোহেল রানা। তবে সব কিছু ছাপিয়ে শেষ পাঁচ ম্যাচে জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়েছে অস্কার ব্রুজোনের শীষ্যরা। প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পুরো ম্যাচেই মোহামেডানকে তেমন সুযোগ দেয়নি বর্তমান চ্যাম্পিয়নরা।
১১ মিনিটে দলীয় নৈপুণ্যে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। মাঝ মাঠ থেকে বিপলুর বাড়ানো বল টাচ লাইনের উপর থেকে ইব্রাহিমের কাট ব্যাক বক্সের ভেতরে মাহাদি ইউসুফ ব্যাক হিলে বাড়িয়ে দেন ফাকায় থাকা সুমন রেজার উদ্দেশ্যে। দেখে শুনে ডান পায়ের প্লেসিং শটে পোস্টের উপরের দিকে লক্ষ্যভেদ করেন জাতীয় দলে এই ফরোয়ার্ড। চলতি লিগে এটিই তার প্রথম গোল।
পরের মিনিটে রিমন হোসেনে গতির শট দূরের পোস্ট ঘেঁসে বাইরে চলে যায়। ১৯ মিনিটে রবসন রোহিনহোর গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিক কিংস। বিপলুর বাড়ানোর বল নিয়ন্ত্রণে নিয়ে মোহামেডানের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সে ঢুকে পড়ে সাদা-কালোদের আরো দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে নিচু শটে দূরের পোস্টে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি লিগে এটি তার ষষ্ঠ গোল।
২৫ মিনিটে আক্রমণে যায় মোহামেডান। ফ্রি-কিক থেকে ওবি মোনেকের হেড অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট। দ্বিতীয়ার্ধের শুরুতেই রোবিনহোকে ফাউল করা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। মোহামেডানের রাজিবের ট্যাকেলে মাটিতে পড়ে যান রোবিনহো। রেফারি ফাউলের বাঁশি বাজানোর পর অহেতুক জোরাল শটে রোবিনহোর মাথায় বল মারেন সাদা-কালোদের মিডফিল্ডার অনিক। এতে দ্বিতীয় হলুদ কার্ড দেখে (লাল কার্ড) মাঠ ছাড়েন অনিক। এর আগে ১৪ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন তিনি।
৫৭ মিনিটে রোবিনহোর জোরাল শট বাইরের জাল কাপায়। শেষ দিকে বেঞ্চ খেলোয়াড়দের পরীক্ষা নেন অস্কার কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। সুযোগ বানিয়েছিল মোহামেডানও কিন্তু কিংস রক্ষণে চির ধরাতে পারেনি শন লেনের দল।  
আগামী ১১ মার্চ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।